ক্ষোভে ফুঁসছে উত্তাল সমুদ্র ️️*** দুলাল কাটারী

ক্ষোভে ফুঁসছে উত্তাল সমুদ্র
দুলাল কাটারী

এ কোনো কাল-সময় তাড়া করে বেড়াচ্ছে আমার পিছুপিছু
ভালো লাগছে না কোনো কিছু
ছোটো খাটো কারণে বাধিয়ে ফেলছি অনেক বড়ো কিছু।
মস্তিষ্কের শিরা স্নায়ু সব ছিঁড়ে যাওয়ার উপক্রম

গিন্নি বলে ‘ভীমরতি নাকি অন্যকিছু?’

বললাম তারে
‘-সে বলতে গেলে তো বলতে হয় অনেক কিছুই!
খবর-টবর তো দ্যাখোনি কোনো কিছুই!
ছুটছো শুধু সিরিয়ালের পিছু পিছু;
সে-ই যে সেদিন দেখছিলে না খবরে,
মেয়েটি বিবস্ত্র হয়ে পড়ে ছিলো হল ঘরে,
পুলিশ এলো,মিডিয়া এলো।’

‘হ্যাঁ। জানি তো। তারপর কি হলো? বিচার কিছু পেলো?’

বললাম
‘না।
বিচার কিছু পাইনি!’ভারত-ভাগ্যবিধাতা’ মুখ পানে চায়নি!
‘ক্রন্দনরতা জননীর পাশে’ দাঁড়াবে বলেও ওরা দাঁড়ায়নি!
তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েও ওরা কথা রাখেনি!
সেই যে শুরু হলো রাজচক্র;লাশ নিয়ে রাজনীতি!
যার মর্মভেদ আজও সম্ভব হয়নি।
এখনো নাকি বাকি আছে জানার মতো অনেক কিছু।’

হঠাৎ-ই টিভি চ্যানেলে ভেসে এলো
আবহ দপ্তরের খবর
ভারত মহাসাগরে একটি ধ্বংসাত্মক ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে
ক্ষোভে ফুঁসছে,উত্তাল হয়ে উঠছে জলরাশি
গন আন্দোলনের মতো প্রবল বেগে আছড়ে পড়বে স্থলভাগে
লণ্ডভণ্ড করে দিতে পারে সবকিছু,ঝমঝমিয়ে বৃষ্টি হবে…

ভাবছি,
কেন যে মাঝে মাঝে এরকম কোনো শুভ শক্তি
ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যায় না
জগতে রয়েছে যত পাপ বা সেরকম আর যা-কিছু
তাহলে…
হয়তো মাথা ব্যথার কারণটা কমলেও কমতো সামান্য কিছু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *