বাজুক ঢাক। ছন্দা চট্টোপাধ্যায়।
বাজুক ঢাক।
ছন্দা চট্টোপাধ্যায়।
তর্ক-বিতর্ক থাক;
মায়ের পুজোয় বাজুক ঢাক!
ঢাকের সে গুড়গুড়ে শব্দে মায়ের হৃদয় শ্মশানপথে এগিয়ে যাক!
যে দাহকাজে সম্মতি ছিল না মা-বাবার…
অনাত্মীয় কারা যেন স্বেচ্ছায় তুলে নিয়েছিল সেই ভার!
মায়ের পুজোয় বহু প্রান্তিক মানুষের বছরভর রুটি রুজির হয় সংস্থান- কে না জানে…
ডাকের সাজ, ফুলের যোগানদার, প্যান্ডেল…
এটা সেটায় বহু মানুষের কর্মসংস্থান হয় পুজোয় সকলেই তা মানে।
ষষ্ঠীর বোধন, কলাবৌ স্নান,
শুরু থেকেই বিষণ্ন ছায়া ম্লান;
ক’জন জানে, দশরথ ঢাকি চোখের জল মুছে ঢাক তুলে নেবে কাঁধে…
ধুনুচি নাচের তালে কাঁদবে তার দুটি চরণ…
-মাগো, জাস্টিস দাও অভয়ার অকাল বিসর্জন…!
বিশ্বাস-অবিশ্বাসের দোলায় দোলে মায়ের মন,
দেবী আসবেন, ত্রিনয়নে আগুন জ্বেলে…
পাপীদের করবেন নাশ,
দশপ্রহরণধারিণী মা বিচারকের হাতে তুলে দেবেন সেই কলম,
রায় লিখে বিচারক ভেঙে দেবেন যার নিব…
পুজোর হোমাগ্নিতে সকল কলুষ নাশ করে জেগে উঠবেন সত্য, সুন্দর,শিব।।