শারদীয়া **** সুনৃতা রায় চৌধুরী
শারদীয়া
সুনৃতা রায় চৌধুরী
স্থলপদ্মের নরম ডালে বসে একটা বুলবুলি
সোহাগ ভরে শুধায় তারে, “ফুটবে কবে ফুলকলি?”
সাদা মেঘের দলগুলি সব আকাশ নীলের পাত্রতে
ডুব দিয়ে আজ ঘুরছে কেমন ফুরফুরে সাফ গাত্রতে!
টলটলে জল পদ্মদীঘির পদ্মগুলি এক সাথে
বিভোর হলো নিজেই নিজের রূপ দেখে জল আয়নাতে।
শিউলি ভাবে, ভোর আকাশের শুকতারাটির কেমন রূপ
সেই মোহেতেই ফুল ফুটিয়ে ছড়িয়ে ফেলে টুপ….টুপ!
ভ্রমরগুলি মরছে ঘুরে ভাবছে এখন কোথায় যাই?
শিউলি টগর পদ্ম শালুক, মনের মধু কোথায় পাই?
রোদের রঙে ধরলো সোনা মাটি বা যায় কম কিসে?
মুক্তোদানা ছড়িয়ে দিলো শিশির ফোঁটায় তার ঘাসে।
কচি ধানের শ্যামলিমায় চোখ ভরে যায়, মন ভোলে
আগমনীর সুর শুনে তাই চামর দোলায় কাশফুলে।
শরৎ এলো শরৎ এলো, তাই কি দূরে ঢাক বাজে?
শরৎ নামে হংস পাখায়, শরৎ জাগে মন মাঝে।
কোথাও লাগে খুশির ছোঁয়া কোথাও নদীর পাড় ভাঙে
ক্ষেত ডুবে যায়, ঘর ভেসে যায় যখন ডাকে বান গাঙে।
তার হাহাকার দুঃখ ব্যথার আভাস কি গগনতলে?
তাই কি দেখি হাসির মাঝে করুণ আঁখি ছলছলে?
আনন্দ আর দণ্ডদাত্রী তুমি শরৎ রাণী যে
তোমার আবাহনের তরেই বিছাই হৃদয়খানি যে।