প্রকৃতির প্রতিশোধ ***** উত্তম কুমার দাস
প্রকৃতির প্রতিশোধ
উত্তম কুমার দাস
রক্তের গায়ে জেহাদ লেগেছে
ছিঁড়ে গেল কত প্রাণ
খ্রিস্ট – বুদ্ধ বলে গেল সেই
ক্ষমা করো ভগবান
মন্দির ভাঙা, মসজিদ ভাঙা
হাসপাতালের শেডে
সুতো ছিঁড়ে মরে এক – রোগ
চিকিৎসকের বেডে
মানুষ জবাই, যাকাত- ফিতরা
লুটে ঘর-বাড়ি সব
ভাঙছে আয়না, পুড়ছে শরীর
বহাল রয়েছে জব
পদ্মা, গঙ্গা দু-দেশ ভাসছে
ইলিশ তেলেতে খোদ
মানুষ ভাসছে বন্যার জলে
প্রকৃতির প্রতিশোধ ।