II কাঁকড়া ll পূর্বা মাইতি
II কাঁকড়া ll
পূর্বা মাইতি
বেশ ছোটবেলায় , এক বর্ষার সন্ধ্যে l ছোড়দার ইচ্ছে হল কাঁকড়া ধরার l টুপটাপ বৃষ্টি পড়ছে l আমি বায়না ধরে মাকে বলে, ওর সঙ্গী হলাম l মাছ ধরায় ছোড়দা যতোটা দক্ষ , আমি ততটা অপয়া l তায় আবার কাঁকড়া l ও জাল-কাঠি নিয়ে আগে আগে তো ঝুড়ি-ছাতা নিয়ে আমি পিছু পিছু l বাড়ির কাছেই খাল l পাড়ে উঠতেই ঝোড়ো হাওয়া দোলাতে লাগলো l আমি বসে পড়লাম l ওখানে এদিক-ওদিকে দু-চার জনও আছে l ছোড়দা খালে নেমে জাল পেতে কাঁকড়ার খাবার দিতে লাগলো l খালের পাড় বনি গাছ নামে এক নোনাগাছে ভরা l খোলা হাওয়ায় সেই গাছের মাতন আমার শিশুমনকে পাগল করে দিল l এর মধ্যে ও লাফাতে লাফাতে একটা করে কাঁকড়া ধরে এনে ঝুড়িতে রাখছে আর ঝুড়ি ঠিক করে রাখার জন্য আমাকে হুঁশিয়ারি দিচ্ছে l সন্ধ্যে ছাপিয়ে রাত নামতেই অন্ধকার নেমে এল l দুর থেকে দু’একটা টিমটিমে আলো দেখা গেল l হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি এল l ও ছুট্টে এসে আমাকে বলল -জোর বৃষ্টি পড়ছে, চল,বাড়ি চল , মা ভাববে l ক’টা হল গুনেছিস ? বলেই এক ঝটকায় ঝুড়ি হাতে নিয়েই চিৎকার করে উঠলো -কি করেছিস ! ঝুড়ি তো খালি –
আজ এতদিন পর কোনো এক বৃষ্টির দিনে গৃহকর্তা বাজারের থলি হাতে যদি জিজ্ঞেস করেন – অনেকদিন কাঁকড়া খাই না -আনবো ? গৃহকর্ত্রী ঘাড় ঘুরিয়ে অভ্যেসমতো তাড়াতাড়ি উত্তর দিতে গিয়ে একটু থমকে যান – কাঁকড়া !!