সম্পাদকীয় কলমে – গীতশ্রী সিনহা
সম্পাদকীয়
আজ আমরা আত্মবিশ্বাস, ধৈর্য এবং সফলতার দুয়ারে পৌঁছাতে চাই চোরাপথ ধরে ! শুধু সেই কারণের জন্য অনাচার কাঙ্ক্ষিত লোভের শিকার হয়ে চলেছি প্রতিমুহূর্তে। অবশেষে ব্যর্থতার উঠোনে মাথা খুঁটে মরতে হচ্ছে !
আমরা জানি ব্যর্থ হওয়ার নানা জটিল উপায় আছে, অথচ সফল হওয়ার একটাই উপায় ! তাই বলছিলাম, আসুন সমবেতভাবে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে পারছি নাকি সেই হিসেবে বিচার করি নিজেদের। মানব জাতীকে সৃষ্টি করেছে ভালো সৃষ্টিশীল কাজের জন্য। নষ্ট ক্ষয়ক্ষতির সময় থেকে বেরিয়ে আসি আমরা সকলের মঙ্গলে।
সত্যি কথা বলতে সম্পাদকীয় কলম লেখার মতো মনের জোর হারিয়ে ফেলেছি। এই সময়টা একদিন ইতিহাসের দুয়ারে ধাক্কা মারবে ! আগামী প্রজন্মের বার্তা বাহক ঘটনা হিসেবে।
সকল পাঠক এবং কলমসাথীদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা শুভকামনা রইল।
সম্পাদকীয় কলমে – গীতশ্রী সিনহা।