নগ্নতা ঢাকবেনা শহর **** প্রতিম সেন
নগ্নতা ঢাকবেনা শহর
প্রতিম সেন
শহর আজ নগ্নতা ঢাকো পবিত্র সাদা চাদরে
ঠিক যেমন করে মেয়েটা শুয়ে আছে..
ওর সাদা এ্যাপ্রন মিশে গেছে তোমার শরীরে।
মেয়েটার গলায় আজ স্টেথো নেই, হাতে সিরিঞ্জ নেই, ওর সাদা এ্যাপ্রন আজ হৃদয়ের সব রঙ মুছে দিয়ে রক্তের রঙ মেখে নিয়েছে, পড়ে আছে পথের ধারে।
একটার পর একটা কঠিন পরীক্ষায় সফল হতে হতে মেয়েটা যেদিন মফঃস্বল থেকে চলে এলো, নামী হাসপাতালের করিডরে স্টেথো হাতে বিদ্যুতের ঝলকে হেঁটে গেলো, দূর থেকে ওর মা যেন শুনতে পেতো ওর সেই ছোট্ট পায়ের আলতো ধ্বনি, নুপুরের আদুরে শব্দ। গলা জড়িয়ে কবে যে ও’ বলেছিল ‘মা, দেখো আমিও একদিন ঠিক…’ বাকিটা মা আর মনে করতে চাননা, আকাশের তারার দিকে চেয়ে হয়তো, বলে ফেলেন, ‘শুনলে তো ওই এক রত্তি ছোট্ট মেয়ের কথা, স্বাক্ষী রইলে তো তোমরা’.. । তারার আলোর ছটা গড়িয়ে নামে বাবার মুখে। বাবার মুখে একটাই কথা ‘পারলি রে মা তুই পারলি, তুই তোর কথা রাখলি অবশেষে…’
মেয়েরা সুখে থাকলে ঘর হাসে, ঘরে সুখ থাকলে পাড়া ভালো থাকে, আর পাড়া ভালো থাকলে ভালো থাকে দেশ।
মেয়েটা অনেকদিন হলো মায়ের কোলে ঘুমোয়নি, সারারাত ডিউটি করে হয়তো ঘুম পেয়েছিল, মায়ের আঁচল হয়তো খুঁজেও ছিল, কিন্তু মা তখন অনেক.. অনেক দূরে। একটা ভয়ংকর রাত সবকিছু এলোমেলো করে দিল, পিশাচের এক একটা ছোবল মেয়েটাকে জীবন্ত লাশ করে দিল। নিয়ে চলে গেল সুদুর আকাশে তারাদের ঠিকানায়। সেখান থেকে আর ফেরা যায়নি… আর ফেরা যায়না।
শহর আজ তোমার কাঁদার দিন।
নগ্নতা ঢাকো আজ সাদা পবিত্র চাদরে
ঠিক যেমন করে মেয়েটা শুয়ে আছে..
ওর সাদা এ্যাপ্রন মিশে গেছে তোমার শরীরে।
নগ্নতা ঢাকবেনা শহর! নগ্নতা ঢাকবেনা!!