# অগাষ্ট। # ছন্দা চট্টোপাধ্যায়।

# অগাষ্ট।
# ছন্দা চট্টোপাধ্যায়।

উৎসবের মাস, জয়ের মাস অগাষ্ট আমি মানছি,
তবু এমাসের ন’তারিখ থেকে অনবরত কেন কাঁদছি?
অগাষ্টের মানে বদলে দিয়েছে কিছু নরপিশাচ…
ন’ই দুহাজার চব্বিশে,
তরুণী ডাক্তারকে খুন করেছে পাষণ্ডরা নির্মমভাবে পিষে।
যে তরুণী সিভিক ভলেন্টিয়ারকেও পড়াতে পারতো রাখী,
তাকে খুন করে বিরিয়ানী খায় তার‌ই রক্ত মাখি!!
এই অগাষ্টেই মায়ের কোল শূন্য করে ,হয়ে গেল মেয়ে লাশ,
অনুতাপহীন সেমিনার হলে ধর্ষকদের উন্মাদ উল্লাস।
প্রতিবাদী হাত মুঠো ছুঁড়ে করে রাতের রাস্তা দখল,
পূর্ণ চাঁদ, ঝিকিমিকি তারা, ঝিল্লির তান ম্লান করে দেয়…
অর্বুদ নরনারী সকল।
অগাষ্ট মানে উই ওয়ান্ট জাস্টিস বিপ্লব চোদ্দ তারিখ
অগাষ্ট মানে স্বাধীনতা দিবস, বন্দেমাতরম,পনেরো তারিখ…!
চোদ্দো পনেরো মিলেমিশে দেখে তেরঙা ঝান্ডার পত্পত্!
লাল কেল্লায় উড়ে এসে বসবে কি আর শান্তির পারাবত্!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *