শিরোনামঃ–অসুর নিধনে কলমে— অনীতা প্রামানিক

শিরোনামঃ–অসুর নিধনে
কলমে— অনীতা প্রামানিক

তন্দ্রাচ্ছন্ন আঁখি ক্লান্ত শরীরে একটু বিশ্রাম।
নিষ্ঠুর মধ্যরাতে চুপিসারে কারা যেন লুটে নেয় আমার কুমারীত্ব।
হায়নার ক্ষুধা আর নখের আঁচড়ে খুবলে তুলে নেয় নরম মাংস।
চাপা চাপ রক্তের স্রোতে ভেসে গেলো আমার সযত্নে তুলে রাখা শরীরের সম্পদ।
মাগো তখন তোমার কোলে মাথা রেখে চলে যেতে ইচ্ছা করছিল।
অজস্র মায়াময় মুখ বুকের ভেতর লড়াই চালিয়ে স্বপ্ন দেখায়,
নরপিশাচ গুলোর স্পর্শে আমার শরীর অপবিত্র বড্ড ঘেন্না।
তখনো স্বপ্ন গুলো বাঁচার মিনতি করছে ,
প্রানপণ আর্তনাদ কেউ এগিয়ে আসেনি সেই রাতে।
এই দুহাতে কত জীবন বাঁচাতে ছুটে গিয়েছি!
দেখ মা ধরণী কাঁদছে, মানুষ আদর্শ হারিয়ে হয়েছে লোভি পশু,
মা তুমি দুঃখ করোনা।
শুধু আমার শরীরের মৃত্যু হয়েছে,
আত্ম অবিনশ্বর আমার চোখে আর ঘুম আসেনা সেই রাতের পর থেকে।
আমি মিছিলে আগে।
দেখ মা লক্ষ লক্ষ নারী প্রতিবাদে একত্রিত,
তারা চাই স্বাধীনতা, তারা চাই আঁধার রাতের নিরাপত্তা।
আমিও আছি দৃঢ় প্রতিজ্ঞায় রাতজেগে।
আর হতে দেবনা এই ভাবে কোনো পিতা -মাতার স্বপ্ন অধরা আর হবেনা কোনো অভয়া।
রাজপথে দেখ নারীশক্তির জাগরণ
অশুভ শক্তির হবে বিনাশ অসুর নিধনে জেগেছে নারী হাতে নিয়ে তরোয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *