আমার মৃ ত্যুই আমার অ স্ত্র ***** দুলাল কাটারী
আমার মৃ ত্যুই আমার অ স্ত্র
দুলাল কাটারী
ঘুমের মধ্যেই আঁতকে উঠি!
বারেবারে খবরের চ্যানেলে ছুটি!
অপরাধী কি এবার পড়লো ধরা?
মৃ ত যো নি পথে যৌ ন শান্তি খুঁজেছিলো যারা!
নি র্যাতিতা ন্যায় বিচার পেলো কি?
কিন্তু আমি এ-সব কি দেখি!
এ কোন নি র্মম ঘোর কলিকাল!
নি র্যাতিতার একি হাল!
উন্মাদ রাজা বলে ‘নি র্যাতিতাকে ফাঁসিতে ঝোলান।’
এসব দেখে আমি কি পাগল হয়ে যাবো!
নিজের মাথা চিবিয়ে খাবো!
না কি উন্মাদ হয়ে ছুটে যাবো রাজপথে?
হ্যাঁ।হ্যাঁ। যাবো। পথেই আমি যাবো!
এ কেমন বিচার!বিচারকের কি বিবেকটাও কানা!
পথে যদি নামতেই হয় আর কিন্তু ফিরবো না
যা ইচ্ছে হয় তাই করবো
যার রাজত্বে উন্মাদ আমি
তাকেও উন্মাদ করে ছাড়বো।
হুঙ্কার ছেড়ে বলবো
‘হয় বুকে গুলি মারো
না হয় পথ ছাড়ো’
তখন আর নতুন করে বোঝাতে এসো না।
মায়া কান্না শোনাতে এসো না।
রাগিয়ে দিয়ে তখন যদি রাগ ভাঙাতে আসো,
বি দ্রোহী করে দিয়ে যদি উ গ্র পন্থী বলতে আসো,
তাহলে…
তাহলে…
হয়ে যাবে বিশাল একটা খন্ড যুদ্ধ
এবং সেই যুদ্ধে যদি আমি হই গুলিবিদ্ধ
তবে…
তবে…
আমার মৃ ত্যুতেই তোমার পতন অনিবার্য…