আলোর দখল —উদয় ভানু চক্রবর্তী
আলোর দখল
—উদয় ভানু চক্রবর্তী
ঐ রাস্তার মাঝখানে দলাপাকানো মৃতদেহটা আর্তনাদ করছে… অন্ধকার পাহাড়ের মসৃণ গায়ে মৃতের আর্তনাদ শোনা যাচ্ছে, প্রতিধ্বণিত হচ্ছে মহাকাশে ইথারে ইথারে,
সাগরে ঢেউয়ের দিকে আর্তনাদ করতে করতে এগিয়ে যাচ্ছে মৃতদেহটি- নারী, হ্যাঁ নারীই তো,ফরেনসিক জানালো!
ঝাউবনের মধ্যে তার ভাঙা হাড়.. গম্বুজের চূড়ায়,
তোমার চোখের সামনে লাফ দিয়ে পড়তে পড়তে আর্তনাদ করছে ঐ শব, কণ্ঠহীন সমবেত স্বর আর্তনাদ করছে..
জলের ভিতরে কিংবা হিমবাহ চূড়ায় আর্তনাদ..
কে কাকে বোঝাবে আর,
তবু অর্থহীন শব্দগুলির চীৎকার স্তব্ধ হয়ে তুমি শুনছো এখনও এখনও..!কিসের অপেক্ষায়,
বিচার কি হবে না এর কোনো?
আর কত নৃশংসতার শেষে শুধু রাত নয়, পৃথিবীর সব আলোর দখল নেবে নারী পুরুষ..
দখল নেবেই মানুষ দিনের..রাতের..!