রবিবাবু আপনাকে, #মৌসুমী
রবিবাবু আপনাকে,
#মৌসুমী
রবিবাবু আপনাকে একটা খোলা চিঠি লিখতে ইচ্ছে করলো,
আসলে আপনার চলে যাওয়ার পর কেটে গেছে অনেক গুলো বছর ,
সহজ পাঠে,
প্রথম পাঠের সেই ছড়াটা এখনও ভুলিনি
কিভাবে ভুলবো বলুন,
বছরের শুরুতেই তো বাংলা মানে এক আপনার সহজ পাঠ আর ,
বিদ্যাসাগর মশাইয়ের বর্ণপরিচয়।।
তখন ছোট ছিলাম,
আপনার লেখা ছড়া কবিতায় শৈশবের দিনগুলো যত্ন করে সাজিয়ে নিতাম
আমার পুতুল বাড়ি তে।।
আমার শিশু মনে তখন প্রকৃতি কে এঁকে দিয়েছিলেন আপনার ছড়ায় এবং লেখায়,
“দিঘিজল ঝলমল
যত কাক
দেয় ডাক”
রাতের আকাশে তাকাতেই মনে মনে চলে আসতো
“তারাগুলি নিয়ে বাতি
জেগে ছিল সারা রাতি”।।
তারপর দ্বিতীয় ভাগ হাতে এলো,
কত উৎসাহ কি আছে সেই বইয়ে,
আপনি আর কি কি এঁকেছেন আপনার ভাবনার ডানা কে ছড়িয়ে,
মনে আছে আজও সেই ছড়ার লাইন
“রাক্ষসেরা ঝোপেঝাড়ে
মারবে উঁকি আড়েআড়ে”
তবে কি সত্যি ঝোপেঝাড়ে আছে রাক্ষসেরা,
আজ মনে মনে হাসি পায়,আসলে তো ছন্দে তালে
ছড়া কে প্রাণ দেওয়া।।
“উস্রি থেকে বিশ্রী, ত্রিবেণী থেকে আত্রাই,
অবিশ্রান্ত থেকে শ্রান্ত,” এই শব্দগুলোকে আজও মিলিয়ে যাই মনে মনে।
তারপর যত এগিয়েছি আপনি একটু একটু করে বিভিন্ন কবির মধ্যে কোথাও কোন এক পৃষ্ঠায়
থেকে গেছিলেন।
ইংরেজি মাধ্যমে পড়েছি বলেই হয়তো সহজ পাঠের প্রতিটি ভাগ পড়া হয়ে ওঠেনি।।
কিন্তু এই চল্লিশে এসেও আপনি আজও রয়ে গেছেন আমার হৃদয়ের গভীরে ভীষন সঙ্গোপনে।।
আমার মেঘলা আকাশ আপনি,
আমার রোদ্র ঝলমলে দিন আপনি, আমার দুঃখ,বিরহে আপনি,
আমার আনন্দ,সকল উৎসবেও আপনার সান্নিধ্য লাভ করার আকাঙ্ক্ষা থেকেই যায়।।
আসলে “পঁচিশে বৈশাখ”শুধু মাত্র একটি দিন,
আর রবীন্দ্রনাথ বাঙালির শৈশব থেকে বার্ধক্য অবধি ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা একটি নাম,
সমস্ত আবেগের সাথে জড়িয়ে থাকা এক মহামানব।।
আজ, কালের স্রোতে কোথায় গিয়ে সব কিছু কেমন বদলে গেছে,
শিশুদের মনেও কি আপনি তেমন ভাবে জায়গা করে নিয়েছেন?
কোন সন্ধ্যায় এখন আর ভেসে আসে না সুর করে পড়া ,
“কতদিন ভাবে ফুল উড়ে যাবো কবে”
নাহ ,সিলেবাসের ভীষন চাপে কোথাও কোনও এক পৃষ্ঠায় বাকি কবিদের সাথে বাংলা বইয়ে আপনার একটি কবিতা স্থান পেয়েছে,
আপনার ফেলে যাওয়া শহরের হৃদয়ে অনেক অনেক বদল হয়েছে,
ছাদে ব্রক্ষদৈত্যদের আর দেখতে পায়না শিশুরা
বদলে এসেছে নতুন ব্রক্ষদৈত্য,যার নাম “মোবাইল ফোন”।।
লেখার আরও অনেক আছে, কিন্তু বেশি বলার ধৃষ্টতা আপনার দেশের কোন এক সাধারণ মেয়ের কবে আর হয়েছে ।।
তাই,
আর বিশেষ কিছু লিখছি না
আজ তবে এখানেই শেষ করি।।
ইতি আপনার দেশের,
কোন এক সাধারণ মেয়ে।।