ফিরে এসো সুনীল **** সঙ্গীতা কর
ফিরে এসো সুনীল
সঙ্গীতা কর
নীল, আর একবার ডুবে যেতে চাই তোমার আকাশে
অতৃপ্ততার কাঁটা জালে ঘিরে রেখো না আমায়,
রক্তমাংসে নয়, শুধু শিল্প সাহিত্যে করেছো প্রতিমূর্তি
কখনও কি পারো না একান্ত নিজের করে ভাবতে?
আমার ৫২ তীর্থ শরীর জুড়ে সর্বত্র তোমার বাস
প্রবল যৌবনে, নির্জন একাকিত্বে, ব্যস্ত বাসস্টপে
কখনো বা অবচেতন মনের স্বপ্নে যাকে দেখেছো বারবার,
নিজের বার্ধক্যেও যাকে রাখতে চেয়েছো চিরযৌবনা
যার মুখ ছুঁয়ে সমস্ত পাপ থেকে হয়েছো বিরত
শুধু কি কাব্যেই রেখে গেলে তারে?
তুমি কবি সম্রাট, তোমার সরলতায়, তোমার গাম্ভীর্যে, তোমার কবিতায় প্রধানা রাণী করেছো আমায়,
শুধু পাঠকের দৃষ্টি আকর্ষণে পরিচয়টুকু রাখলে অন্তরালবর্তী?
জানো, তবুও দোষ দিতে পারি না তোমায়
তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে আমার অস্তিত্ব
তোমার মন খারাপের জ্বরে আছে আমার শীতল স্পর্শ,
তোমার জন্য নির্দ্বিধায় বিলিয়ে দিতে পারি নিজেকে
তুমি চাইলে হঠাৎই আসতে পারি তোমার কবিতায়,
তোমার রাজনৈতিক ভাবনা, যৌনতা, মানসিক উপলব্ধির
সর্বত্র নির্দ্বিধায় উজাড় করে দিতে পারি নিজেকে
আমি যে নারী, সকল কবিতা, সকল সৃষ্টির জন্মদাত্রী
তুমি ঠিকানা বিহীন করলেও আমি দুহাত মেলে কাছে টানতে পারি
সুপ্ত ইচ্ছায় বলতে পারি এই নারী শুধু তোমারই
এসো মিশে যাও তোমার চির যৌবনার অন্তহীন প্রেমে
শুধু কাব্য নয়, মানসী ‘নীরা’ তোমাকেই চায় প্রতি পলে পলে
তাই আর একবার এসো সুনীল এ ধরিত্রীর বুকে নেমে।