কবিতা নয় **** কলমে — কৃষ্ণা সেন
কবিতা নয়
কলমে — কৃষ্ণা সেন
অঝোর ধারায় ঝরছে বৃষ্টি
প্রকৃতির ঘন কালো আবরণ সরিয়ে।
কত কান্না জমা ছিল মেঘের বুকে,
দুদিন ধরে ঝরছে অনবরত।
পৃথিবীর এক বিচিত্র নিয়ম।
কেউ কাঁদে কেউ হাসে।
হাসছে গাছপালা।
বৃষ্টির ভালোবাসা স্পর্শ পেয়ে কেতকী কামিনীর
সোহাগ ধরে না।
পদ্মের হাসি আর রজনীগন্ধা সৌরভ মিলেমিশে এক হয়ে গেছে।
বেলি ফুল বর্ষা স্নাত হয়ে তার রূপের গরব ছড়িয়ে দিয়েছে চারিদিকে।
কপোত কপোতি
চালের নিচে একান্ত ঘনিষ্ঠ।
বর্ষার একটানা জলের আওয়াজ এক অপূর্ব সুরের সৃষ্টি করেছে।
সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ছে দিকে দিকে।
অদ্ভুত একটা ভালো লাগা পেয়ে বসেছে আমাকে। হাত বাড়িয়ে বৃষ্টির জলের স্বাদ নিচ্ছি। যেন মনে হচ্ছে এ এক পরম আদর।
ইচ্ছে করছে প্রকৃতির সাথে মিলেমিশে এক হতে।
মনে হচ্ছে হারিয়ে যাওয়ার মানা নেই কোথাও।
ঢেউ খেলে যাচ্ছে জলে। দুটো ছোট্ট বাচ্চা ছেলে জলের ভেতর ডিগবাজি খাচ্ছে।
ওদের ছোট্ট ছোট্ট ভালোলাগাগুলো আমার মনকে স্পর্শ করে যাচ্ছে।
মনে হচ্ছে ওরা আরও লুটোপুটি খাক।
আরেকটু বড় হলে নিষেধের বেড়াজাল ওদের আটকে দেবে।
আমি তো আজ
কিছুই লিখতে চাইনি কিন্তু বর্ষা প্রকৃতি আমাকে দিয়ে কিছু হিজিবিজি কথা লিখিয়ে নিল।
আসলে কবিতা ভুলে গেছি।
শুধু আমার টুকরো টুকরো ভালোবাসা গুলো কখন যেন জোড়া তালি দিয়ে কবিতা হয়ে হাসে।