যদি কোনদিন যাই *** শান্তময় গোস্বামী
যদি কোনদিন যাই
শান্তময় গোস্বামী
যদি কোনদিন যাই…
‘যেতে পারি কিন্তু কেন যাবো’… এই ঢঙে নয়
তবে ওইখানে মহুল গাছের পাশ দিয়ে চলে গেছে
আমার অজয়, আমার শৈশবের নদী
এক গোল্লাছুটে তার পাশ দিয়েই গড়িয়ে যাবো।
যদি কোনদিন যাই ঘাসফুল, জারুলপাতা, শাল-পিয়ালের জঙ্গলে,
তবু যেতে চেয়ে চেয়ে বারবার আটকে রাখি পা, শৌখিন কেদারায়
যদি যাই আকাশ যেখান থেকে শুরু, সেইখানে…
মাটি খুঁড়ে খুঁড়ে কিছু স্বপ্ন হাত পেতে নিতে
বর্তমানের ইচ্ছেদের গলা টিপে,
যেতে চাই বাঁশবন পেরিয়ে ঘোড়ানিম গাছ আছে, সেইখানে।
যদি কোনদিন যাই…
যেতে চাই… একজন মানুষ যেখানে দাড়িয়ে, একতারা তাঁর হাতে
খমক লুকিয়ে রেখে বলতো যে, ভালবাসি…
যাবার যে কত মাঠ আছে, নদী, সমুদ্র আছে, অরণ্য আছে,
তুলসী নিকনো উঠোনে শ্যামরাইয়ের আলপনা আছে,
আর আছে চইচই লাল লাল ঘুঙুরের হাঁস।
ঘুমসুখ হুড়কো দেওয়া ঘর আছে…
ওম ওম বুক আছে, দু’হাতে জড়ানো গোপন আছে,
তবু হাতে পায়ে লেগে থাকে অভিশাপ… বঞ্চনা, কান্না।
যদি কোনদিন যাই… বারবারই মনে হয়
যদি যেতেই চাই, যেতে চাইই আমি
তা হলে যাব না কেন… বারবার কেন বলবো…
‘যেতে পারি কিন্তু কেন যাবো’?