হতেও পরে এই লেখাই শেষ লেখা… দুলাল কাটারী
হতেও পরে এই লেখাই শেষ লেখা…
দুলাল কাটারী
গনতন্ত্র মরণ শয্যাতে
শাসকের তৃষ্ণা মেটে না মা-বোনের ইজ্জতে
না হতেও পারে এই-বার-ই শেষ বার
যেহেতু যুগে যুগে অত্যাচারীর আবির্ভাব
আবার হতেও পারে এই-বার-ই শেষ লড়াই
তাই বাঁধ ভাঙা আন্দোলনের ডাক দিয়ে যাই
বন্ধু আমার,হে প্রিয়!
এখনো কি ভাবছো বলো?
দিকে দিকে অধিকারের সুর তোলো
এখনো কি স্বাধীনতার উত্তেজনা রক্তে জাগে নাই?
মায়ের চোখের জল শুকিয়ে গেছে অনেক আগেই তাই
প্রাণ ফিরে আসুক সব জিন্দা লাশে
সবাই মিলে পথ চলো পাশে পাশে
বোবা প্রতিবাদেরা আজ পেয়েছে ভাষা অবশ্য
বিতাড়িত হবে শাসকের যত পোষ্য
ভেঙে ফেলো অত্যাচারীর মেরুদণ্ড
তুলে নাও গুপ্ত কৃপাণ,ঝাড়ু- দণ্ড
অধিকার বুঝে নাও চোখে রেখে চোখ
পৃথিবীর অর্ধেক তার হলে বাকি অর্ধেক তোমার হোক।
হতেই পারে জনজাগরণে সব নিপীড়ন নিশ্চিহ্ন
হতেই হবে একদিন সব নৈরাজ্যের নিঃশেষ
পেতেও পারো নতুন প্রভাতের দেখা
হতেও পরে এই লেখাই শেষ লেখা…