#বাইশে_শ্রাবণ –উদয় ভানু চক্রবর্তী
#বাইশে_শ্রাবণ
–উদয় ভানু চক্রবর্তী
পশ্চিমের কৃষ্ণচূড়াটা দোল দিয়ে বলে ভালবাসার কথা- নিঃসীম বালুচরী রঙ আর চূর্ণ চন্দ্রকণারা গড়ে তোলে কিছু অবাক মুহূর্ত, ওরা ভাঙে একটু একটু করে- আকাশের গায়ে সে অপূর্ব ঢেউ.. ভেতরের হাওয়া তার ঐশ্বরিক ক্ষমতায় উড়িয়ে আনে রজনীগন্ধার সৌরভ!
কোথাও যেন জন্ম নেই , মৃত্যু নেই, ক্ষুধা নেই, দুঃখ নেই, যন্ত্রনা নেই আজ !
ভোরের নরম রশ্মি থেকে রাতের অহংকারী কৃত্তিকার চোখের ঝলকে, যার লেখায় রোণিত হয় হৃদয়ের কথা,নশ্বর ভাঙনের গান উদাসী বেলায়, প্রবল গ্রীষ্মে মেখে দেয় শীতল প্রলেপ..
ঝরে অর্ঘ্য, বৃষ্টিশ্লোক, আর সমর্পণ-
ধ্বনিত হয় বেদান্তের বাণী…
যাকে ঘিরে বাঁচা মরা অতীত বর্তমান সব –
সে তো মৃত্যহীন অনন্ত.. !
শুধু মেঘেরা এদিন এলে,
নিঃশব্দে ভিজিয়ে দিয়ে যায় উঠোন,
অলৌকিক অশ্রুজলে-
আমি জানি এ কান্না ঈশ্বরের,
পৃথিবী ‘রবি’হারা বলে !
“তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি..!”