অনন্ত মালবিকা

অনন্ত
মালবিকা
আমারে তুমি করেছো অশেষ,
আমারে দিয়েছো অনন্ত প্রাণ,
আমার সকল কাজের ধারায়
তোমার আশিস ধারাস্নান।
তোমারে আমি ডাকিনি কখনো ,
তোমারে ভালোবাসিনি তখনো,
শুধু তুমিই রেখেছো হৃদয়ে
এমনিই অবাক তোমারি দান।
আমার ভুবন কালোয় ভরা,
আমার চাওয়া সবই অধরা,
আমার আবেগ কামনা বাসনা
ডুবায় আমারে অতল পাকে।
তখনই তুমি দুহাত বাড়িয়ে
আঁকড়ে ধরেছো আমার ভুবন ।
আমার সকল রাঙা আলোয় ভেসে যে যায় কোন সে ফাঁকে।
তুমিই প্রভূ নিত্য বিরাজো সকল প্রাণের গোপন গহনে।
আমারা কেবল ভুলেই থাকি তোমার অবাক পরম দানে।
আজকে প্রহর শেষের খেয়ায় একলা আমি নই যে প্রভু,
সকাল-সন্ধ্যে সঙ্গে আছো সঙ্গ ছাড়া হওনি কভু।
এমনিভাবে নানান ছলে পাশে তোমার পরশ পাই,
তুমিই বিভা তুমিই জ্যোতি তোমায় যেন চিরদিন পাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *