নদী ও নারী- পুরুষ বেশ্যা : পিংকু ব্যানার্জী

নদী ও নারী- পুরুষ বেশ্যা :
পিংকু ব্যানার্জী
______________________________________
নদী আর নারী অন্যের কলঙ্ক ধুয়েই চলে –
ভাগ্যের পরিহাসে !
তবুও গঙ্গা আজও পবিত্র,
অন্তর সালিলা নদীতে পূর্ণ অর্জন- কিছু নদী বিপরীত স্রোতেও নদী বয়,
উল্টো পুরাণ আজও যে হয় !!
পুরুষ তুমিও বেশ্যা –
বহু নারীতে তোমারও বাস, বহু নারীর আসে তোমারই বিছানা
বাহু বলের খেলায়
তুমি বহুগামী, বেশ্যা কেন নও !
পঞ্চ স্বামীতে দ্রৌপদী বেশ্যা- তবে কর্ণ তুমিও কি বেশ্যা নও !
তোমারে বিছানায় বহু নারীর রাত্রি যাপন- তাহলে মুখ কেন লুকাও !
নারীকে পতিতা বলা সহজ-তোমাদের শাসনে শোষণে,
মননে পুরুষতন্ত্রের বাস,
যেখানে মুক্ত আলো নেই, নেই সুরভিত সৌরভ ,
বিধাতাও পুরুষ তাই কি এত দুর্মতি !
রূপের মোহে অন্ধ তুমি,
আঁচলে টান দিয়ে সম্ভ্রম হানিতেই যদি পুরুষের জয় –
তবে দোষী কে ?
তুমি তো মানব শ্রেষ্ঠ, জাতিতে পুরুষ মহান-
আগে ছল করো ,স্বপ্ন দেখাও,
ঘরের স্বপ্ন,ভালোবাসার স্বপ্ন !
আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা সম কামনা তোমার দু চোখে,
লালায়িত জিহ্বা,
তোমার পাতা ফাঁদে ধরা না দিলেই ছলে বলে নগর বধু করতে চাও,
নারী ভীষন বুঝি সহজলভ্য মায়ার বাঁধনে বাঁধা,
লজ্জা হবে তার ভূষণ,
তার তেজ দর্প –
তবে ছুঁড়ে দাও কলঙ্ক !
এই তো চাও,
হয় নিভৃত গোপনে ধরা দাও নয়তো মুখপুড়ি কলঙ্কিনী তকমা নও !
নারী মা, নারী ভুমি যদি হয় তুমি হাল- নারী জানে সে কথা,
তবুও নারী কলঙ্ক সয়,
অনাথ শিশুর মা নারী আজও হয় !
পুরুষ,
নারী কে শুধুই কেন বধু রূপে বিছানায় চাও !
নারী পদ চুম্বন করো কামনায় –
বাঁ হাতে দাও কামনার স্বীকৃতি ,
না পেলে ডান হাতে টান মারো সম্ভ্রমে-
নাম দাও “কলঙ্কিনী””বেশ্যা” “বহুগামী” !
নারীর পোশাকে নজর তোমার – দেখেছো কখন নিজের দিকে চেয়ে,
উন্মুক্ত ঊরু তোমার শানিত ইঙ্গিত-
ইঙ্গিতে ধরা না দিলেই অন্ধকারে পিষ্ট করে সমাজের চোখে বেশ্যা করতে চাও,
নারী চায় তোমার পদ্ম পাতার মত বুকে শিশিরের বিন্দু হতে-
তু – মি উন্মুক্ত বুকের আস্ফালন দেখাও,
নারীতেই সভ্যতা, নারী গড়ে সংস্কার –
নারীর জাগরণে ভীত তুমি,
নারী পারে ভেঙে দিতে রীতিনীতি ,এই কঙ্কাল সার সমাজের চেহারার মুখোশ খুলে দিতে !
ভেঙে দিতে পারে নিয়ম শৃঙ্খল,
মায়ার বাঁধনে বাঁধা তাই সে অবলা –
জাগলে নারী পুরুষ তুমিও হবে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো এক বেশ্যা,
মুখোশ যেদিন পড়বে খুলে পারবে তো নিতে নাম –
“পুরুষ বেশ্যা” !!
পিংকু ব্যানার্জী

1 thought on “নদী ও নারী- পুরুষ বেশ্যা : পিংকু ব্যানার্জী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *