কলমকথা নূপুর রায় (রিনঝিন)

কলমকথা 

 ১
নূপুর রায় (রিনঝিন)

তোমার ঘরে রাতবিরেতে আনাগোনা
হাসির রেখা ঠোঁটের কোণে, নাহ্ অজানা।

ভাবের ঘরে অভাব থাক না আগে-পিছে
সুখের চাবি কিংবা দুঃখ সবই মিছে।

বাজার -হাটে বিকোয় হেলায় দরেদামে?
শীতল হতে বৃষ্টি মাপে রৌদ্রঘামে।

বেশ তো থাকে ভাবের ঘরেই পরিপাটি
দুঃখ সুখের জল পিপাসা শীতলপাটি।

মধ্যরাতে ঘুম যে চোপাট কাব্যগাথা
কলমকথা আদর মাখে নীরবতা।

বোকা দিবস দিয়ে শুরু ( ২)

বোকা দিবস দিয়ে শুরু প্রথম দিন
নামেতে এপ্রিল বসন্ত বিলীন!

চতুর্থ মাসের নাম টা এপ্রিল
বাড়বেই খরচা কারেন্টের বিল!

পারদ তো চড়ছে চড়চড়িয়ে রোজ
দিনকালের হাল! করে ক’জন খোঁজ!

গরমে হাঁসফাঁস সব ঘরে’তে এসি
বড়লোকের ভাব! দেখি বেজায় খুশি!

সর্বত্র নিধন সবুজ বনানীরে
এক একটি গাছে কত প্রাণ যে ধরে।

চতুর্দশ দিনে নববর্ষ শুরু
বৈশাখী শুভেচ্ছা প্রীতি নেবেন গুরু।

বারোমাস্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *