জুলাই ✒️✒️✒️ সায়ন্তন ধর
জুলাই
সায়ন্তন ধর
কিছু ফুলের সাথে হারিয়ে গেছে আনন্দেরাও-
দুর্বল ডায়ান্থাসের পূর্ব ভারতীয় সুগন্ধে ভরে উঠেছে বাগানটি,
পাপড়ি মেলে সময় কাটে, বর্ষার প্রহর গোনে তারা।
দাবদাহে নীলাকাশ ফ্যাকাশে হয়ে যায়,
কিন্তু এখনও নদী ও দীঘির জল শান্ত সুশীতল।
বৃষ্টি ধোয়া আকাশের তারার মত ফোটে সাদা লিলি-
সাদা পাপড়িতে প্রতিফলিত হয় সৌররশ্মি,
কিন্তু হায় নিষ্ঠুর আকাশ শুষে নেয় সব,
পালক মেঘেরা শিশির বিন্দুও দিতে নারাজ।
লিলিফুলও তৃষ্ণার্ত নয়, ভয়ার্তও নয়,
সে রানীর মত সুন্দর মুখ তুলে চেয়ে থাকে আকাশের দিকে-
এক আঁজলা সতেজ জল পান করবে বলে।