শ্রী চরণ কমলেষূ, বাবা
তারিখ – 11.07.2024
প্রতি- গজেন্দ্র দাস
গ্রাম – কুঞ্জপুর
পোস্ট – কোল্মীজোড়
থানা – দাসপুর
জেলা – পশ্চিম মেদিনীপুর
শ্রী চরণ কমলেষূ,
বাবা,
আশাকরি ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছো।মা কেমন আছে বাবা?? দাদা বৌদি মুনু ফুচু ওরা কেমন আছে? তোমরা আমার প্রণাম নিও বাবা।মুনু ফুচু কে আমার অনেক ভালোবাসা জানিও।বাবা তুমি কি এখনো আমার ওপর রাগ করে আছো বাবা? আমি জানি আমার দোষ। তোমাদের অমতে বিয়ে করেছি বলে।তার শাস্তি ও তো আমি পাচ্ছি বলো। এখানে অনেক কষ্ট বাবা। আমি ভুল বুঝতে পারছি। কিন্তু কি করবো বলো। এখন তো আর ফেরার পথ নেই আমার। তুমি কি জানো বাবা তোমার একটা ছোট্ট মুনিয়া পাখি হয়েছে।সে তো তোমাকে মাকে দেখতে চায় বলো?? আজ পাঁচ বছর হয়ে গেল আমি তোমাদের দেখিনা।আর কতোদিন রাগ করে থাকবে বাবা? আসবে না তোমার আদরের মেয়ে কে দেখতে?? যদি হঠাৎ করে আমি হারিয়ে যাই যেদিন শুনবে তুমি কি কষ্ট পাবে না বলো?? রোজ তোমার কথা মায়ের কথা মনে পড়ে আজ পাঁচ বছর পর তোমাকে তোমার মুনিয়া চিঠি লিখছে বাবা।আমি জানি তোমার অভিমান পাহাড় হয়ে আছে। আমি ও তো রোজ কষ্ট পাচ্ছি বাবা।সে কষ্টে তোমার অভিমান কি গলছে না?
তোমার ছোট্ট মুনিয়া পাখি এখন তিন বছরের। আমার জন্য না হোক তোমার ছোট্ট মুনিয়া পাখিকে দেখতে আসো বাবা।যদি অভিমান কমে তোমার মুনিয়া কে দেখে যেও বাবা।অনেক অনেক ভালো থেকো।
ইতি
তোমার মুনিয়া।
গ্রাম – মনোহর পুর
পোষ্ট – গোপমহল
থানা – ঘাটাল
জেলা – পশ্চিম মেদিনীপুর।
পিন – ৭২১২১২