” মিলন স্মৃতি” কলমে – রাই প্রিয়া

” মিলন স্মৃতি”
কলমে – রাই প্রিয়া

রাত জাগা পাখিটা বিকট চিৎকারে ডেকে উঠল।

শূন্য ঘরে একাকীত্ব, ভারাক্রান্ত, ক্ষতবিক্ষত মন
লিখতে চাইলাম একটা কিছু,
স্মৃতিরা সহসা ভিড় করে এলো
আমার কলমের পিছু।

আজিকার মতো সেই যে তমসা ঘন রাতে,
সকল বন্ধন টুটে তুমি এলে মোর সাথে
যত দ্বীপ জ্বলেছিল সে রাতে দ্বারে,
সকলি নেভালে তুমি একে একে বারে বারে।
অবগুণ্ঠন দিলে খুলে, যত অপরূপ সাজে,
চন্দ্রিমা ও ঢাকিলো মুখ সে রাতে লাজে।

সহসা কহিলে রাই দেখো শ্যাম আমি
চকিতে চঞ্চল হরিণীর আঁখি দুটি নমি।
শরীরের ভাঁজে ভাঁজে বিদুৎ শিহরণ –
প্রেম সুধা ঝরেছিল তোলপাড় মন।
উথলিয়া উঠে জলধি বারি সম,
প্রবল ধারায় আছড়ে এলো শরীরে প্রাণে মম।
আয়নায় বিবস্ত্র দেখি উন্মত্ত যৌবন,
শিহরণ দুনয়ন কামনা ভীষণ।
মিশেছিনু সমর্পণে সকলি লাজ, সকলি ভূষণ,
রচিনু মিলনসজ্জা যুগল বাসর।

রাত জাগা পাখিটা কি ঘুমিয়ে পড়েছে?
আমি শুধু জেগে একা
এখনো হয়নি শেষ লেখা……….।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *