একটা কাল্পনিক খোলা চিঠি : পিংকু ব্যানার্জী
একটা কাল্পনিক খোলা চিঠি :
✍️ পিংকু ব্যানার্জী
_______________________________________
সম্বোধনের অক্ষমতা ক্ষমা করো
যাকে একদিন প্রতিত্রাতা,
গরীবের রক্ষক, কৃষকের আশা ভেবেছিলাম,
তিনি যখন রাজধর্ম ভুলে ভক্ষক হয়ে উঠে –
তাকে কি বলা যায় জানি না !
অত শিক্ষা পেটে থাকলে কি আর মায়া জালে ধরা দিতাম,!
তখন একদিকে জমি হারানোর ভয় অন্য দিকে প্ররোচনার নতুন নতুন বীভৎস সব খবর,
কখনো মৃত্যু মিছিলে হাঁটছেন –
ভিন গায়ের লাশ পাচ্ছে শহীদের সম্মান,
মেয়েদের রাত বিরাতে পাশবিক অত্যাচার করে খুন-
আধ পোড়া দেহ উদ্ধার,
জমি আন্দোলন,
জমি কৃষকের কাছে অন্নদাত্রী
কর্ম সংস্থানের ভয় পেয়ে বসেছিল
হয়ে উঠলেন মহামানবী-
মানবিক মুখ হয়ে দাঁড়ালেন গরিবের দ্বারে,
জমি যাদের একমাত্র সম্বল –
আশ্বাস সরকারি চাকরির
যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান ,
আপনি এলেন –
বছর ঘুরতে যত না সময়
তারচেয়েও বেশি দ্রুত পাল্টে গেলেন আপনি,
মেয়েটা একদিন বাড়ি ফিরল না, রাত পার হলো মেয়ে এলো না,
পুলিশও রিপোর্ট নিল না
গরিবের জ্বালা আসলেই কি বুঝেছিলেন কোনদিন ?
মাথা নিচু , চোখে জলে অপেক্ষা নিয়ে ফিরে এলাম,
তবে অপেক্ষা বেশি করতে হয় নি যদিও !
পরদিন সকালে,,,,
মেয়েটার ক্ষত বিক্ষত দেহটা উদ্ধার হলো বড় রাস্তার ধারে নদীর পাড়ে,
প্রধানের ছেলেকে বাঁচাতে-
আপনিই এলে জনসমক্ষে বলে গেলেন মেয়ের চরিত্র খারাপ ছিল –
বুঝলাম বিরোধিতা আর গদির অবস্থান ভিন্ন মেরুতে !
কথা দেওয়া আর কথা রাখা এক নয়-
গুন্ডা আর দামাল ছেলের তফাৎ !
চুপ আমি নীরব হয়ে গেলাম,
মাথার উপর যার ছাদ নেই – তাদের আবার বিচারের আশা !
জমি তো আগেই গেছে তা চাষ যোগ্য আর হবে না
অভাবের সংসারে ছেলেটা চাকরির পরীক্ষায় সফল,
হায় দুর্ভাগ্য কি করে গেলাম ভুলে –
এখন তো ভগবানও বদলে গেছে!
সে আজ মাটির নয় –
“রক্ত মাংসের” !
মঞ্চে উঠে যা বলেন তাই ঠিক,
প্রায় দু বছর ছেলে রাস্তায়- আমি আজ আর এক ছেলে নয় ,
হাজার হাজার সন্তানের পিতা –
যা আপনার হবার কথা ছিল ,
শপথে আটকা পড়েছিলেন যেদিন – সবার অভিভাবক হয়ে উঠার শপথ,
“আজ শুধুই একজনের মা”
ক্ষমতার আগ্রাসনে লোভের দাবানলে পুড়ে যাচ্ছে গ্রাম শহর !
খুনির দুষ্কৃতী “হার্মদরা” আপনারই ছত্রছায়ায় !
সততার সরে গেছে নামের পাশ থেকে,
তাই অনুরোধ করি কিছু যদি নাই পারেন,
মুক্তি দিন হাজার হাজার সন্তানদের ,
রাজদণ্ডে মৃত্যু দন্ড হোক
বেঁচে যাক ওরা,
বেঁচে থাকি আমরাও চোখের জল খেয়ে ,
রক্ত শুকিয়ে যাওয়া বিনা প্রতিশ্রুতিতে হাজার হাজার সন্তানের অসহায় পিতা যারা ।
নমস্কারান্তে
অদৃশ্য বন্ধনে বাঁধা পড়া হাজার সন্তানের পিতা।।
———- পিংকু ব্যানার্জী