*স্বাধীনতার গান* **মধুমিতা ধর**
*স্বাধীনতার গান*
**মধুমিতা ধর**
বুকের গভীর নির্জনতা ছুঁয়ে
পাগলা ঝোরার উদ্দামতা নিয়ে
মন মাঝিটা উঠল আবার গেয়ে
দরবারী ধুন
কাজল চোখে জল ঝরে টুপটাপ
আকাশ এখন ভীষণই চুপচাপ
শ্রাবণ মেঘে একটু রঙের ছাপ ফুটল নিপুণ।
সুখ রেখেছি আমার করিতায়
উড়িয়ে নিল দুরন্ত হাওয়ায়
আগলে রাখি পরম মমতায়
একান্তকে
দুই মুঠোতে ইচ্ছেরা আনচান
রোদ মেখেছে অবাধ নদীর স্নান
ডানায় লিখি স্বাধীনতার গান
পরম সুখে।
ভিজছে সাঁকো ভীষণই বানভাসি
জল নিঙড়ে আবার কাছে আসি
ডোবার নেশায় অথৈ সুখে ভাসি
কল্পনাতে
সুখ ফাগুনের অপেক্ষাতে থাকি
তুমুল জীবন বেশ কিছু ধারবাকি
এবার নোঙর করব পাকাপাকি
সুপ্রভাতে।
কাছের হাওয়া দূরেই না হয় থাক্
বিদ্রোহ নেই,নেই কোন রাখঢাক্
খরস্রোতে তুমুল বয়ে যাক
হৃদ কুঠুরী
বন্ধনীতে সুখ রেখেছো লিখে
কালের হাওয়ায় সবই তো আজ ফিকে
বৃষ্টি আকাশ তুলছে জনান্তিকে
সুর লহরী।
**মধুমিতা ধর**