পরিশোধ গীতশ্রী সিনহা

পরিশোধ

গীতশ্রী সিনহা

বিধাতার সব ঋণ শোধ দেবো আমি,
মানুষের সব কালপুরুষ প্রেম শোধ দেবো আমি।
এতদিনের ভুল পথ… ভুলের মাশুল…
ক্ষমতাহীন হলে শোধ দেবে আমার সন্ততি।
পরিশোধ গীতশ্রী সিনহা বিধাতার সব ঋণ শোধ দেবো আমি, মানুষের সব কালপুরুষ প্রেম শোধ দেবো আমি। এতদিনের ভুল পথ… ভুলের মাশুল… ক্ষমতাহীন হলে শোধ দেবে আমার সন্ততি। আমারও বয়স ছিল আয়না দেখার, লম্বা-গ্রীষ্মে প্রতীক্ষা অপেক্ষায় ছিল বাসস্টপেতে মনোনীত বড়দিন ছিলো মানুষের মতো, অগ্রিম টিকিট কেটে হিন্দি সিনেমা… দই ফুচকা আর সুরেশের চা… তোমাদের মতো আমিও আজ ঠিক নেই, জীবনযাপন বেশ অন্যরকম। তোমাদের নিজস্ব জীবন… স্যুইমিংপুল, ক্লাবে যাওয়া… রুটিন মাফিক টেবিল টেনিস… মনে পড়ে? পরিচয়… ১০ই জুলাই! অনেকটা বছরের দীর্ঘ ঘামে ভেজা দিনে এখন আমি আর আশ্রয় চাই না, ঈর্ষা দেখেছি আমি, রেফের মতো তার তীক্ষ্ণ ফলা! জানি… অসময়ে ভালোবাসার গায়ে অসুখ নামে, সরে যায় যমজ সময়… মানুষ বলতে আমি জানি শ্বা-দন্ত… রাক্ষস লোলুপতা, তুমি তাকে মোহ-চোখে মানুষ ভাবো দুই পা-ওলা আপাত ভদ্র… ভয়ংকর বড়ো, স্লিভলেস দেখে বাসে ওঠা স্বভাবগত। তোমাদের সব উপাদেয় শোধ দেবো আমি, সন্ধ্যা হলে ভেজে দেব ডিম-পাঁউরুটি তোমাদের আনন্দ-ঘুম… সব শোধ দেবো আমি, আমার প্রাচীন শোক থাকুক মৃত্যুর তীব্র শিখায়… ক্ষমতাহীন হলে… শোধ দেবে আমার সন্ততি। জন্মের পরে আমি বলে যাবো তাকে… ক্ষমতাহীন হলে… শোধ দেবে আমার সন্ততি। আমার মৃত্যুর পর তাকে…
আমারও বয়স ছিল আয়না দেখার,
লম্বা-গ্রীষ্মে প্রতীক্ষা অপেক্ষায় ছিল বাসস্টপেতে
মনোনীত বড়দিন ছিলো মানুষের মতো,
অগ্রিম টিকিট কেটে হিন্দি সিনেমা… দই ফুচকা আর সুরেশের চা…
তোমাদের মতো আমিও আজ ঠিক নেই,
জীবনযাপন বেশ অন্যরকম।

তোমাদের নিজস্ব জীবন… স্যুইমিংপুল,
ক্লাবে যাওয়া… রুটিন মাফিক টেবিল টেনিস…
মনে পড়ে? পরিচয়… ১০ই জুলাই!
অনেকটা বছরের দীর্ঘ ঘামে ভেজা দিনে
এখন আমি আর আশ্রয় চাই না, ঈর্ষা দেখেছি আমি,
রেফের মতো তার তীক্ষ্ণ ফলা!
জানি… অসময়ে ভালোবাসার গায়ে অসুখ নামে,
সরে যায় যমজ সময়…

মানুষ বলতে আমি জানি শ্বা-দন্ত… রাক্ষস লোলুপতা,
তুমি তাকে মোহ-চোখে মানুষ ভাবো
দুই পা-ওলা আপাত ভদ্র… ভয়ংকর বড়ো,
স্লিভলেস দেখে বাসে ওঠা স্বভাবগত।

তোমাদের সব উপাদেয় শোধ দেবো আমি,
সন্ধ্যা হলে ভেজে দেব ডিম-পাঁউরুটি
তোমাদের আনন্দ-ঘুম… সব শোধ দেবো আমি,
আমার প্রাচীন শোক থাকুক মৃত্যুর তীব্র শিখায়…

ক্ষমতাহীন হলে… শোধ দেবে আমার সন্ততি।
জন্মের পরে আমি বলে যাবো তাকে…
ক্ষমতাহীন হলে… শোধ দেবে আমার সন্ততি।
আমার মৃত্যুর পর তাকে… ‘তুমি’ বলে ডেকো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *