কবিতা :- অমর আমি ঊষসী

 

কবিতা :- অমর আমি
ঊষসী

মুখে রক্তের স্বাদ-
আঃ এক অবর্ণনীয় অনুভূতি!
জিভ দিয়ে চেটে নেওয়া ঠোঁট
আরো আরো রক্ত চায়!
এ জীবন জিততে জানে শুধু-
মারতে জানে, পিষতে জানে!
ছিন্ন-ভিন্ন, গুঁড়ো হয়ে যাওয়া অস্তিত্বের
সামনে দাঁড়িয়ে আমি ও আমার
দানবিক অহংকার!
আমার ইতিহাস ধ্বংসের ইতিহাস!

জন্মলগ্নের চক চকে আমি
আজ মলিন, তবু ম্লান হয়নি
আমার অস্তিত্বময় আগ্রাসী ভঙ্গি!
ধ্বংসের তৃপ্তি বুঝি সৃষ্টির চেয়ে বড়,
গাঁথার চেয়ে বড় ভাঙা!
দিন, মাস বছরের সাথে বদলায়
পোস্টার, মুখ, প্রতিশ্রুতি!
বদলে যাওয়া রঙের মাঝে অটুট আমি
সর্বদা খুঁজি রক্তের স্বাদ-
ধুলো হয়ে যাওয়া অস্তিত্বের আর্তনাদ!

আজ মানুষ নয়, শ্রেষ্ঠ জন্ম আমার!
মনুষ্য কারিগরিতে সৃষ্ট এই
আমার হাতেই গুঁড়িয়ে যায় কত
ঝুপড়ি, দোকান, বাড়ি!
রক্ত,মাংস, হৃদয়হীন আমি
জেগে উঠি যখন খোলস ছাড়ে
শাসকের অমানবিকতা!
ন্যায়ের পিছনে দুর্নীতি, মমত্বের খোলায় নির্মমতার নির্যাসে প্রাণ প্রতিষ্ঠা হয়
আমার-এক জাগ্রত বুলডোজার!

ফুটপাথে জমা মানুষ,
মানুষ নয় মানুষ রুপী কীটের দল
জড়াজড়ি,মাখামাখি, কিলবিল করে
শিউলি গাছের সরু ডালে-
ঠিক যেনো শুয়োপোকা!
ঠিক যেন শুয়োপোকার দল-
দলাপাকানো অস্তিত্বের লড়াই এ
না আছে নিজস্ব মুখ, না আশা,
না পরিচয়-শুধু জঠরাগ্নি
নিবারণের অহর্নিশি খেলা!

মানুষ-মনুষ্যত্ব, হৃদয়-হৃদয়বান,
জীবন-মৃত্যু সবই মুছে যায়
এক দানবের চাকার তলায়!
বোধ,বুদ্ধি, হৃদস্পন্দন জন্ম-মৃত্যু বাঁধা!
আমার জন্ম কোনো কারখানায়,
প্রানপ্রতিষ্ঠা ক্ষমতার অহংকারে!
ক্ষমতা আসে ঘুরে ঘুরে, বদলায় রং!
মরে মানুষ,মরে শরীরী আশা ভরসা!
মরেনা লোভ, মরেনা ক্ষমতার দম্ভ-
তাই মরেনা আমার বুলডোজার জীবন!
কবিতা :- অমর আমি
ঊষসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *