বোবা সময় —- কলমে / অজয় ভট্টাচার্য
বোবা সময়
—————-
কলমে / অজয় ভট্টাচার্য
সময়টা আটকে আছে মুঠোর মধ্যে বোবা হয়ে।
তোমার ঠোঁট আমার কপালের কাছে এসেও থমকে দাঁড়ায়।
ভালোবাসা নির্বাক হয়ে শুধু প্রতিধ্বনি শোনে।
শুকনো একটা রুটি, ভালোবাসা নিরন্তর।
দুচোখে অবাক বিস্ময়।
অন্ধকার রাত, ভাঙ্গা ঘর।
প্রেয়সীর ঠোঁটের কোনে এক চিলতে হাসি।
আকাশে একাদশীর বাকা চাঁদ।
টানা রিক্সার ঘন্টাধ্বনি,
বিছানায় ঘুমন্ত ভালোবাসা।
ট্রেনের হুইসেলের শব্দ,
স্টেশনে আলোর নিচে ,
অভাবি ভালোবাসা বিক্রি।
বিকৃতকাম ভালোবাসা,
যন্ত্রনাকাতর শিশু,
রক্তাক্ত ভবিষ্যত।
সময়টা আটকে আছে মুঠোর মধ্যে বোবা হয়ে।