*একটা আড্ডা তোলা রইলো* সায়ন্তন ধর
*একটা আড্ডা তোলা রইলো*
সায়ন্তন ধর
ওই দেখা যায় জয়ী সেতুকে ভাসিয়ে দেওয়া নিয়ন আলোর বন্যা…
আকাশে তখন চাঁদ উঠেছে পূর্ণ অবয়বে…
জমতে পারতো একটা জম্পেশ আড্ডা…
একতারার সুরে ভাওয়াইয়া গানের রেশ…
শীতল বাতাসে দেহ-মন জুড়িয়ে নেওয়া…
দোকানী তো পসরা সাজিয়েই রেখেছিলো…
কিন্তু, বিকিকিনি আর হলো না…
দেখা হলো না যে…
তিস্তা সাক্ষী রেখে একটা আড্ডা তোলা রইলো আগামীর জন্য।