নিজস্বী কলমে -সুনৃতা রায় চৌধুরী ©

নিজস্বী
কলমে -সুনৃতা রায় চৌধুরী ©

পিছন সারির বাঁ দিক থেকে তৃতীয় যে, তিনিই পিতামহ
মধ্যমণি প্রপিতামহ পত্নী-পুত্র-পৌত্র-পৌত্রী সহ
দরদালানের মেঝেয় বসে ভ্যাবলা মুখে, তিনিই নাকি পিতা
ফোটোফ্রেমে আবছা ছবির উজ্জ্বলতায় একান্নবর্তিতা।

সেই সে সময় হারিয়ে গেছে, গড়িয়ে গেছে জীবনরথের চাকা
নেই তো কোথাও তেপায়াতে ক্যামেরা এক কালো কাপড় ঢাকা
শিকড়টানকে তুচ্ছ করে ডালপালারা আজকে যে যার মতো
দিন বদলে বিজ্ঞান আর প্রযুক্তিও এগিয়ে গেছে তত।

ফটো তোলার কৌশল আজ মুঠো ফোনেই সবার হাতে বন্দী
বিশ্বায়নের সঙ্গে চলে মানুষকে আজ নিঃস্ব করার ফন্দি
নিজের হাতে নিজের ছবি নানান ভঙ্গে বিচিত্র তার রঙ্গ
আত্মমগ্ন আত্মপ্রচার ভুলিয়ে রাখে তলে তলে সে কত নিঃসঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *