*শেষের পর শুরু* ডরোথী দাশ বিশ্বাস
*শেষের পর শুরু*
ডরোথী দাশ বিশ্বাস
আকাশের পথে বয় মেঘেদের স্রোত
তিস্তার জল বাড়ে গাজোলডোবায়
গুটিয়ে রেখো পাল প্রিয় মনমাঝি
বাতাস সে কথা কানে কানে বলে যায়।
শ্রান্ত ক্লান্ত মন এক
তবু একবার রোজ ঘুরে যায় পরিচিত এ চত্বরে
বড় অসময়ে
যখন সবাই থাকে অচেতনে ঘুমঘোরে
ঝাপসা এখন বৃষ্টিঅরণ্য
ঝাপসা এখন দৃষ্টি পথিকজনের
কিভাবে যে কেটে গেলো দিন
কে বা খবর রাখে তার মনের!
সূর্যের যেমন উদয় অস্ত বাঁধা
সময় বাঁধা তেমন সুজনসখার
কাব্যটাব্য ওসব ভাঁওতাবাজী
একঘেঁয়েমির বিকেলখানি কাটলো বিবশে তার।
মনে আছে কুহু কেকার কথা?
উসখুশে দিন আর আলাপন মিলে
এও এক নতুন রূপকথা
কেমন সুন্দর শুরুটা করে দিলে!