সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।
সম্পাদকীয়
চিরাচরিত এই ধারাবাহিকতা এবং সাহিত্যের ঐতিহ্যকে সাথে নিয়ে বাংলা ভাষার মাধ্যমে দীর্ঘ পথ চলা… আজ বাঙালি নিজ স্বত্তায়, নিজ গুণে,নিজ বৈশিষ্ট্যে এক শ্রেষ্ঠতম জাতি হিসেবে স্বীকৃত হয়েছে। আমরা গর্বিত। এটি আমাদের গুরুত্বপূর্ণ দিক অবশ্যই ! হাজার হাজার বছর বাঙালি বেঁচে থাকবে তার ভাষার জন্য।
সাহিত্য অঙ্গনের প্রবেশদ্বার লিটিল ম্যাগাজিন, লিটিল ম্যাগাজিন সাহিত্যের আঁতুড়ঘর… সাহিত্যকে মজবুত করার কারখানা ! আজও অনেক লিটিল ম্যাগাজিন সাহিত্যের প্রাঙ্গণে অনাবিল বিচরণ করে চলেছে নিজ মহিমায়। আমরাও নিজেদের লেখা প্রকাশিত করে চলেছি প্রতিনিয়ত !
ইন্টারনেটের যুগে জায়গা দখল করলো ওয়েবসাইট ম্যাগাজিন। ইতিহাসের দুয়ারে দলিলপত্র হয়ে থেকে যাবে অক্ষত। বহুমাত্রিক লেখক সমাবেশে ওয়েবসাইট ম্যাগাজিনের পাঠকের সংখ্যা বেড়ে চলেছে বহুগুণ। জীবনের নানা সংগ্রামে লিপ্ত একটি মানুষ একজন যোদ্ধা হয়ে ওঠে কলমের জোরদার আঁচড়ে। সময়কে আয়নায় ফেলে সঠিক সৃষ্টিতে যে সাহিত্য সেই সাহিত্য চিরন্তন। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সাহিত্য বেঁচে আছে -ছিল – থাকবেও।
তাও বলি, সাহিত্যের বিশাল একটা সংকট চলছে — অসাহিত্যিক বোদ্ধা এবং আর্ন্তজাল মাধ্যম এর একটা অংশ। ধ্বংস হচ্ছে সাহিত্য – কবিতা – বিভিন্ন সৃষ্টি ! তবুও সজাগ থেকে যাঁরা সাহিত্য যোদ্ধা – শব্দ শ্রমিক কিংবা কর্মী তাদের হাত ধরেই একদিন বাস্তবের মাটিতে স্বপ্নের সূর্যোদয় হবেই।
এই বিশ্বাসেই দীর্ঘ এই পথ চলা সমবেত প্রচেষ্টা শব্দ মিছিলের।
সাহিত্যে বেঁচে থাকুক প্রকৃতি — আকাশ, মাটি, বাতাসের চুপিকথা…..
আজ এই পর্যন্ত, আগামী সংখ্যায় ফিরে আসছি। পাঠক এবং কলম সাথীদের কাছে অকৃত্রিম কৃতজ্ঞতা।
গীতশ্রী সিনহা।