চিতা ✒️✒️ গীতশ্রী সিনহা

চিতা
গীতশ্রী সিনহা

গভীর রাতে বিছানায় জ্বলে উঠলো লকলকে চিতা…
উৎসাহি ক্ষুধা হৃদপিণ্ডে হাওয়া টেনে, মুখ ফস্কে বলে ফেলে,
‘বাঃ কী সুন্দর’ !
তারা কোদাল চালায়,জয় ?
সেই রাতে শয্যা সাক্ষী উন্মত্তের মতো লণ্ডভণ্ড কিছু
মৃত্যুময় কবিতার পান্ডুলিপি…
‘মাটি ভাঙছে, ভেঙে যাচ্ছে ভয়!’
জীবন তখন পুড়ে যাওয়া প্রতিবিম্ব !
সময়ের কাছে বাতাসেরা বুজিয়ে দিচ্ছে অমল কবর !
অন্ধকারে স্নান সেরে শুদ্ধ হও সভ্য সমাজের চোখে !
সিন্দুকে লুকানো গিনির মতো ঝলসানো দৃষ্টিতে
তাকিয়ে থাকো নিজেদের দিকে !
নির্মমতার আবহসঙ্গীতে লুকিয়ে রাখো চেহারা !

ভেবে দেখেছো কী !!!!

অতীত -কেবলই স্মরণীয় স্বীকারোক্তি…
বিস্বাদে বিষের জ্বালা… দীর্ঘশ্বাসে ভাবনা অকারণ !

তারপর… তারপর থেকে সারাটা দিন ছায়ার সাথে থাকি…
একাকী নিঃসঙ্গ !
পাখি নেই… পাতাহীন ইলেকট্রিক গাছে
আত্মহননের রশি ইশারায় ডাকে — আয়…
পিছনে তাকিয়ে দেখি — আমি ছাড়া আর কেউ নেই !
উজ্জ্বলন্ত রোদে একা খুঁজে ফিরি কোমল গান্ধার !
ভরসা করি নিজের ছায়ার হা হতোস্মি…
সবশেষ ছায়াও থাকে না…. একা শুধু একা !

জন্মলগ্ন হয়ে উঠি —- সে-ই কাটাকুটি লেখা — নিঃশব্দ ভ্রুকুটি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *