তবু বাঁচতে ইচ্ছে হয় *** অমল বিশ্বাস ( বাংলাদেশ )
তবু বাঁচতে ইচ্ছে হয়
অমল বিশ্বাস ( বাংলাদেশ )
———————————–
এখন যাও
এখন আর থাকতে হবে না।
বিরহ-বিচ্ছেদে ছায়া ধরে রাখে রাত্রিবাস,
ঠোঁটের ইচ্ছেয় ভালোবাসা নেই
নদী যতোই কাছে ডাকুক
তার গর্ভে কাঁদে ভাঙাচোরা শামুক-ঝিনুক।
নরম জোছনার মতো বুকে যে শীৎকার
খোলা জানালায় যে প্রতীক্ষা
মধ্যরাত্রিতে মেঝেয় পড়া দর্পণের ছায়ায়
সুতোবাঁধা কোমরের দাগ,
তা অসভ্য লাল চোখে অভুক্ত নারীর শরীর
হো হো ক’রে হেসে উঠে নগ্নসমাজ।
চরিত্রহীন মাতালের ধর্ম নেই
যা আছে তা ক্ষোভ আর ঘৃণার নির্যাস
উপহাস করার যৌনদলিল,
যার মালিকানা একরাত্রির সহবস্থান।
এখন যাও
এখন আর থাকতে হবে না।
বাচ্চাকাচ্চা নিয়ে খেয়েদেয়ে বেঁচে থাকো,
শঙ্খধ্বনি শুধু পুজোর জন্য নয়
এতে ভয় আছে!
সভ্যতার কারখানায়
নিয়মের আড়ালে জন্ম নেয় বানোয়াট বাণী,
হাজার লীলায় সেখানেও লীলাবতীর
অগ্নিপরীক্ষা দিতে হয়,
তাহলে পতিতার কীই-বা দোষ!
নষ্ট যুবক বা যুবতী কেউ না
কারও ধর্ম দেহ বিক্রি করে বেঁচে থাকা
কারও ধর্ম দেহ কিনে বাঁচিয়ে রাখা,
দহনে-দ্বিধায় এই-ই ভালাবাসার কষ্টিপাথর
তবু বাঁচতে ইচ্ছে হয়।