প্রবাসী / গীতশ্রী সিনহা

প্রবাসী / গীতশ্রী সিনহা

এ যে দেখি বর্তমানের গায়ে প্রাক্তনের ছায়া !
ঝুল পড়ছে জাতের কার্নিসে…
দেয়াল -বিহীন ঘরে হেলানো বিশ্বাস গুঁড়িয়ে যায় !
বিপদে আছো !
বাঁচিয়ে রাখো জীবন !
ভস্ম ধোঁয়ায় বিদায়ী শরীরে অসময়ে রাত নামে…
আরে বাবা! সময় যখন বিচারক তখন সাক্ষীর প্রয়োজন আছে কী ?
নিয়তির চোখ মারা অস্বীকার করে এসো বিবেকের ঘরে ঢুকি।
আজন্মকাল ভরপেট খিদে নিয়ে বেঁচে থাকার ভান শুধুই !
তা-ও কী সম্ভব !!!
না, না, ছবি সব সময় সত্যি বলে না !
এর চেয়ে ভালো ছিল বদ্ধ ঘরে ভেঙে রাখতাম যদি !
মৃত্যুর কাছে নতজানু হয়ে শুধুই বেপরোয়া আগুন জ্বালিয়ে চলেছি !
ক্ষুধার্ত সিংহীর বীভৎস ওষ্ঠাধারে বিগত নিশ্বাস মাথা খুঁটে মরে…
কালের বিবর্তনে অন্ধকার মঞ্চ অট্টহাসি তোলে —-
করতালির পিদ্দিম শিখা পাতা খসানোর আতঙ্কে ব্যস্ত!
আমি তখন বসন্ত খুঁজি বাসন্তিকার শাড়ির ভাঁজে…
ছুঁয়ে দিলে আজও শ্রেষ্ঠ রাত্রির রাজপথ হতে পারি !
এসো, দিগন্ত ছুঁয়ে দেখি অক্সিজেন ফুরোনোর আগে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *