“প্রেমময় মৃত্যু” কলমে – রাই প্রিয়া
“প্রেমময় মৃত্যু”
কলমে – রাই প্রিয়া
সেদিন আমার চোখের ভাষায় বোঝাতে পারিনি কেনো এ ক্রন্দন,
তাই ছিলেম কাব্যের প্রতীক্ষায়, ছিঁড়ে যত বন্ধন।
মৃত্যুকে খুব কাছ হতে দেখেছি বারে বার,
তাই দৃঢ়চেতা এ হৃদয় ভয় পায় না আর।
হতাশার অন্ধকারে হামাগুড়ি দিতে দিতে –
চাওয়া পাওয়ার দ্বন্দ্বে কেবলই ছেঁড়া ছেঁড়ি ।
বেঁচে থাকার স্বার্থকতা কোথায়?
তাই পরাজয়ের বরমাল্য গলে, জীবনকে দিয়েছি আড়ি।
দ্বিপ্রহর রাতে ইলেকট্রিকের তারে
কোটরে পেঁচাদের হৃদয় বিদীর্ণ চিৎকার –
আমার দুঃসময়ের একাকীত্বের সঙ্গী
কালরাত বিদীর্ণ করে, করে শুধু হাহাকার।
মনে হয় ওদের ক্ষুধিত আত্মায় রক্তের নেশা,
মৃত্যুর হাতছানি, ভালোবাসা, অনুভূতি সব পেশা।
তারই মাঝে আমি যেনো বকছি প্রলাপ,
ধর্ষিত সকল অনুভূতিরা আজ করিছে বিলাপ।
কে বলে মৃত্যু যন্ত্রণাময়, বিষাদ, নিকষ কালো?
মৃত্যুতেই যত সুখ, মৃত্যু শান্তির আলো।
আজও প্রিয়া রোজ রাতে,
দরজার পাশে কান পেতে
মৃত্যু তোমার অপেক্ষায়………।।