নারী তোমাকেই জাগতে হবে। রুনা সেনগুপ্ত।

নারী তোমাকেই জাগতে হবে।
রুনা সেনগুপ্ত।

জীবন সুধা নিংড়ে টেনে
জীবন বাঁচে গভীর সুখে,
ওৎ পেতে রয় সেই পুরুষই
থাবা বসায় তোর ওই বুকে।

তোর আঁচল তলে স্নেহের ছায়া
আরাম মেলে প্রখর রোদে,
সেই আঁচলই ছিন্ন করে
সেই পুরুষই কোন সে বোধে!

সারাদিনের ক্লান্ত চরণ
শান্তি খোঁজে যেই বুকে রোজ,
কোন কামনার গোপন হিংসা
সেই শরীরই হয় মহাভোজ?

ভরসা ভরে কাঁধ পেতে চায়
পুরুষ তোমার সোহাগ কাঁধে,
নিষ্ঠুরতার পরাকাষ্ঠা
সেই পুরুষই শরীর ফাঁদে।

স্বপ্ন বোনে তোমার চোখে
তোমায় নিয়ে সারাবেলা,
মনকে মেরে অন্ধ রাতে
হিংসা ভরে শরীরখেলা!

ও নারী তুই ওঠ না জেগে
চন্ডী কালী করালিনী,
এক কোপেতে ধড়গুলোকে
ছেদ করে তুই দে দেখিনি।

দুধের দামের শোধ তুলে নে
অপমানি দুধ পসরা,
তোর ঘৃণাতে আগুন জ্বালা চোখে
প্রতিবাদের বানা খসড়া।

আইন পারে না রুখতে এদের
ফাঁকের জোরে অবাধ চলা,
তোর বুকের আগুন পুড়িয়ে মারুক
ঘুচিয়ে দে সব অবহেলা।

যে থাবা তোর বুক আঁচড়ায়
হাত দুটো তার নে না কেটে,
হুঙ্কার ছাড় উথালপাথাল
চৌচির হোক মাথা ফেটে।

©®#runasengupta
ছবি #বন্ধুপ্রাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *