মৃত্যুদিনে **** শান্তময় গোস্বামী
মৃত্যুদিনে
শান্তময় গোস্বামী
আমার মৃত্যুর দিন অঝোর ধারায় কবিতা পাঠ হবে।
শবদেহে লেপটে থাকবে সারাজীবনের অক্ষরসঞ্চয়
বাচিক উচ্চারণে গড়িয়ে যাবে প্লুতধ্বনি।
উচ্চকোটি মধ্যকোটি বাদে আর সব ফালতুরা
শববাহকের ভূমিকায় থাকবে প্রার্থনায় নত।
অশ্রু বিসর্জন দিতে কুমিরেরা যাতে না আসতে পারে
তার জন্য অঘোষিত বন্ধ ডাকা থাকবে স্থানীয়ভাবে।
অগণিত অপ্রিয় মুখেরা মুখর থাকবে এ আপদ বিদায়ে
কারণ তারা পায়ের ছায়াছবি ছাড়া এযাবৎ কিছুই দেখেনি
তাদের কাছে এই অবিশ্বাস্য পরাজয়-ব্যথিত চোখের মৃতদেহ
এক লাগাম ছেঁড়া বলিষ্ঠ কলমের স্বেচ্ছাচারী জিজ্ঞাসা।
দমকলের মন্বন্তরে সেদিন পুড়বে শ্মশান… কবিতাদের ধারাস্নানে।