এ্যান্টনি ফিরিঙ্গি…এক অসম্পূর্ণ জীবন, গীতালি ঘোষ
এ্যান্টনি ফিরিঙ্গি…এক অসম্পূর্ণ জীবন,
১ম পর্ব : গীতালি ঘোষ
আজ একটা অশ্রুত জীবনের গল্প শোনাই। এ জীবন কোনো মহাজীবন নয়, খুব সাধারণ এক গায়ক কবির জীবনকথা। নাই বা হল তা মহাজীবন, নাই বা হল তা মহান জীবন—- এক বিদেশীর বাঙালি কবি হয়ে ওঠার অসাধারণ গল্প– যা মর্মস্পর্শী ও মর্মন্তুদ। কবিয়াল এ্যান্টনি ফিরিঙ্গির জীবনের গল্প আজ আমার নিবেদন।
উত্তমকুমার অভিনীত ছায়াছবির কল্যাণে এই ব্যক্তিপুরুষটি সকলের পরিচিত এবং সর্বজনসমাদৃত। কিন্তু রূপালী পর্দায় তার সম্পূর্ণ জীবনকথা উঠে আসেনি। তার কথা জানতে হলে আমাদের যেতে হবে অনেক গভীরে, অষ্টাদশ শতকের মাঝখান থেকে,যে সময়ে, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির আধিক্যে ভারতবর্ষ বিব্রত ও বিপর্যস্ত। স্প্যানিশ, ফ্রেঞ্চ, ব্রিটিশ, পর্তুগীজ মানুষ তখন ভারতে বাণিজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে শক্তিবিস্তার করার জন্য উদ্গ্রীব। সেই সময়ের কথা……