সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা

সম্পাদকীয়

অন্ধকারে এ-র ওর মুখের দিকে তাকিয়ে আছে
কেউ কাউকে দেখতে পাচ্ছে না
সকলের মাঝখানে স্থির শুধু প্রগাঢ় অন্ধকার
সকলের মাঝখানে স্থির হয়ে আছে সময়
শোনো ;
তোমাদের মধ্যে কেউ একজন শব্দ করে ওঠো…
তোমাদের মধ্যে একজন অপরজনকে গোপনে স্পর্শ করো, নাহলে অন্ধকার ঘুচবে কিভাবে !

প্রাসঙ্গিকভাবে, কবি মহাদেব সাহাকে স্মরণ করে বলি… ” বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই,
মন ভালো নেই ; ফাঁকা রাস্তা,শূন্য বারান্দা
সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও
চায় না কেউ পথ ভুল করে চলে যায়,
এদিকে আসে না, আমি কি সহস্র সহস্র বর্ষ
এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে ? ”
আজকের দোদুল্যমান অবস্থার মধ্যেও সুখে থাকতে হবে। মানবিক অনুভূতি সুখ সৃষ্টি করে। সুখ মনের একটি অবস্থা বা অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারমানে, সবই আমাদের সকলের নিজেদের হাতে। সঠিকভাবে সুখ পরিমাপ করা খুব কঠিন। সুখ একটি ঝাপসা ধারণা।
বিনোদনের খোলা আকাশ দিলাম তোমাদের মধ্যে ছড়িয়ে, আর একটু অপেক্ষা শুধু, সব ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রতি সংখ্যার লেখক কবিদের প্রতি। যাদের ছাড়া বিনোদনের খোলা জানালা এইভাবে উন্মোচন হতো না।
আজ এই পর্যন্ত, ভালোবাসা রইল অপার।
সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *