বিভীষিকা ©® সমুদ্র নীল
বিভীষিকা
©®✍️ সমুদ্র নীল
—————
শুনতে পাই মৃত্যু উপত্যকার হাতছানি, শত্রু অদৃশ্য!
অতীত হাতড়ে বেড়াই ; যদি খুজেঁ পাই ,
এ ঘোর সংকটকালের সাথে কোনো সাদৃশ্য।
নিশ্বাসের শব্দ ও আজকাল অচেনা লাগে বড়, এই বুঝি আছে , এই বুঝি নেই ।
যেন ক্ষনিকের অতিথি মাত্র , আগত বিদায় মুহূর্ত ,
বৃথা চেষ্টা আটকানোর , মুক্তি যখন চলে যাওয়াতেই।
কেউ বলেছিলেন,” মৃত্যুটা শান্তির; বেঁচে থাকাটাই বরং যন্ত্রণাদায়ক”!
টের পাচ্ছে আজ ঘুপচি গলি থেকে বহুতল ,
ভয়! সে তো ভাইরাসের থেকেও বেশি ছোঁয়াচে আর সংক্রামক।
ইতিহাস বলে “আমি ভিন্ন রূপে আসি ফিরে বারেবারে”!
দীর্ঘ অনাচারের শোধ প্রকৃতি ও নেয় বিধ্বংসী রূপে একেবারে।
আশ্বিন রোদেও আজকাল চোখ জ্বালা করে বড় ,
মেঘলা দিনেও খোলা মনখারাপের দ্বার ।
যেন প্লাস্টিকে মোড়া শবদেহের মতন মন ,
অঝোর বৃষ্টি এসেও ভেজাতে পারেনা আর।
তবু করি অপেক্ষা অনন্ত , আড়ালে বিধাতা হাসে ।
মৃত্যু উপত্যকার বিভীষিকা পার করে,
যদি ফের নবজন্ম আসে।