আধেক প্রেম বিপ্লব সাহা
আধেক প্রেম
বিপ্লব সাহা
স্মৃতির দর্পনে অসমাপ্ত প্রেম
অশ্রুশিক্ত নয়নেই সীমাবদ্ধ থাকেনা বরং
আসমুদ্র বিরহের উপন্যাস লিখা হয় মনের গহীন অন্ধকারে।
তোমার ভীষণ প্রিয় নীল রঙের মায়াবী
মনোজ রশিতে ঝুলানো থাকে আমার ভবিষ্যত।
তোমার দেয়া একেকটি কুমারী বজ্রাঘাতে
আমার বিরহী প্রেম আরো বেশী উজ্জীবিত হয়।
শিকলে বাঁধা মন
বেঁধে রাখা আদৌ কি সম্ভব ?
বিরহের অনলে দগ্ধিভূত
পোড়খাওয়া প্রেমিক আমি।
আমি জানি ,
শিকলের কাজ বেঁধে রাখা- ভূলিয়ে রাখা নয়,
আবেগের সরণি বেয়ে তাইতো আমি আজ প্রেমান্ধ।
প্রাপ্তির ডাইরিতে আজ কিছুই রাখিনি অবশিষ্ট,
তাইতো তোমার হলুদ বসন্তের
বালিয়াড়ি ঝড়ে আমি আজ বড়ই ক্লান্ত শ্রান্ত ।
আমার অস্তিত্ব জুড়ে শুধুই তোমার বসবাস,
অধরা প্রেমের বিশ্বাসী প্রেমিক আমি নই,
নই কোন পাথর চাপা নুড়ির বারমাসী কষ্টের অংশীদার।
জানি প্রিয়ে,
বিরহের আগুনেই প্রেমের বন্ধন সুদৃঢ় হয়।
যে মনেতে দহন নেই
সেই প্রেমের কোন ব্যাধী থাকতে পারেনা।
তবে এটুকুও জানি,
আবেগের সারগর্ভতা থেকেই
দাগ লাগা কলঙ্কের পুষ্পরেণু ফোটায়।
ভালোবাসার চোরাবালিতে
পোড়া মন তবুও অযত্ন অবহেলায় বন্ধি থাকে সারাক্ষণ।
তাইতো গ্রহন করি
প্রেমান্ধ প্রেমিকের অদৃশ্য কারাবরণ।
তোমার ভালোবাসার দায়ে
তৈরি ফাঁসির মঞ্চে আমি সদা সর্বদা প্রস্তুত,
আমাদের জন্য বরাদ্দ হোক
হেমলক পানের আরেকটি হৃদয়বিদারক ইতিহাস।
যে ইতিহাসে ধ্বংস হবে দুটি অবলা প্রাণ
যেথায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে দুটি অবুঝ মনের স্বর্গীয় উপাখ্যান।
দেখে শুনে জেনে বুঝে হেমলক পান করেছিলেন মহান সক্রেটিস অথচ আড়াই হাজার বছর পরে তিনি নির্দোষ! এমন হৃদয় বিদারক ঘটনা কখনো কাম্য নয়।
খুব ভালো একটা লেখা পড়লাম, ধন্যবাদ কবি।
ধন্যবাদ সুপ্রিয় কবিকে,মনের মাধুরী মিশিয়ে লেখনীর জন্য।
যে ইতিহাসে ধ্বংস হবে দুটি অবলা প্রাণ
যেথায় স্বর্নাক্ষরে লিখা থাকবে দুটি অবুঝ মনের প্রেমের উপাখ্যান ।