অলীক গর্ভ **** গীতশ্রী সিনহা

অলীক গর্ভ

গীতশ্রী সিনহা

বে-নামী সন্ধ্যে গুলো ঢলে পড়ে কুমারী চাঁদের হাটে…
সন্ন্যাসী আদর টুকু স্পর্শ পায় গ্রীবার ছিন্ন ইতিহাসে…
নিদ্রাহীন সপ্তর্ষির নুয়ে থাকা অভিমানী একজোড়া চোখ…
কবিতার শরীরে আড়মোড়া ভাঙ্গে !
সময় উদাসীন ! আ-দিগন্ত বিস্মৃতির কোলাহল !
রাত শেষের হলুদ চাঁদ বিসর্জনের মুহূর্ত আঁকে !
পল্লী রমনীর আঁচলের ভাঁজে নামহীন দিক-শূন্য ওড়াউড়ি…
দৃষ্টিকে সন্ন্যাসী মায়ায় লেপ্টে শিল্পের উৎসব গড়ি!
যেন ঘুমহীন চোখে কবিতা যাপন… উতলা চাতক !
জীবন জাগাতে চেয়ে বেহিসেবী অক্ষর করমচা রঙের সিক্ত দাগে
শারদীয়া প্রচ্ছদ সাজিয়ে তুলি !

 

… ঠিক তখন-ই , নীল সমুদ্রে আছড়ে পড়ে মধুর উত্তাপ !
আঁচলে ঢেউ-এর হাসিমুখ … ভিজে চুলে আশকারা সোহাগ দেখায়…
ঠোঁটে ক্ষীণ হাতছানি… সৃষ্টির খেলায় হেলানো সন্ধ্যেবেলায়, বলে —- “পারলে আমায় রাখো পায়ে স্পর্শ সুখ বন্যতায় “….
এভাবে মুহূর্ত মুহূর্তে…
কবিতার জন্ম হয় !

মাদক ছলচ্ছল ধ্বনি…
চোখের পাতায় চুঁইয়ে পড়ে খোলা প্রান্তরে… সঙ্গোপনে ঝড় ওঠে…
ব্যতিক্রমী আরণ্যক মাদকতা আসক্ত…
কবিতা উপচে ওঠে বুকে, চাঁদের গল্প আকাশ জুড়ে জোছনা ছড়ায়…
আর
আমি
অনুভূতির লুকোচুরি ফেলে সূর্যে ডুবে ইচ্ছে মতো পুড়ি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *