মা **** মল্লিকা দাস
মা
মল্লিকা দাস
মা,আজো তার সন্তানের জন্যে তীর্থের কাকের মতো অপেক্ষা করে ,
পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তাই মা,
আজো তাই পৃথিবীর আদি ও শ্রেষ্ঠ সৌন্দর্য হোল মা।
হায়রে অভাগা দেশ !
এখন মা নামেও কলঙ্ক রটে।
কোন কালে মাতৃত্বের অপার মহিমায়
যে প্রবাদ মাকে স্বর্গীয় করেছিল
“কুপুত্র যদি বা হয়,কুমাতা কখনও নয়।”
এখন কি তবে কুমাতায় ভরে উঠছে পৃথিবী!
দুধের শিশুকে মরণ ফাঁদে আটকে রেখে
সমুদ্র সৈকতে বিকিনি পরে নারকীয় লীলা করে মা।
আর দুধের বাচ্চা বেঁচে থাকার প্রবল আর্তনাদে
মল মুত্র খায়।
একসময় মাকে অভিশাপ দিতে দিতে
পৃথিবী ছেড়ে চলে যায়।
এখন আর তীর্থের কাকের মত অপেক্ষা করে না কিছু মা,
বরং তীর্থের কাকের মতো অপেক্ষা করে তাদের পুত্র কন্যারা,
মা ফিরে আসবে বলে।
এখন অভাগা এই পৃথিবীতে
মা নামেও কলঙ্ক রটে।
কুপুত্র হওয়ার আগেই
মা কখন যে কুমাতা হয়ে ওঠে নিজেও জানে না।