কুলপি- কাহিনী –বিবেকানন্দ মণ্ডল

কুলপি- কাহিনী

–বিবেকানন্দ মণ্ডল

ইশারায় ঠেলা থামল
যেভাবে সন্ধ্যার বন্দরে এসে থেমে যায় দিন।
চোখদুটো দেখে মনে হল
ঘোষেদের নিদাঘ শোষিত জোড়া ডোবা , আর
তার মাঝ বরাবর নাকের মতো গৌড়-ধূসর রাস্তা…

এ পথে রোজ ঠেলা নিয়ে আসা সেই থেকে।
দুচোখের প্রতীক্ষা ঠেলার চাকায় গতি আনে–
পুঁক পুঁক করে বাজে হৃদয়!

কুলপি-কাহিনী গড়াতে থাকে।
জামগাছে ঘুঘু ডেকে ওঠে ফের; কুটো মুখে উড়ে যায় শালিক।

সিজন বদল মনেরও হয়…
দরজা বন্ধ দেখে ফিরে আসে ঠেলা।
তবু, তবু বার বার…!

ঘোষেদের ডোবা ভরে গেছে
বৈশাখী ঝড় শেষে ঐ নেমেছে বদল।
মাহাতো পাড়ায় মাদল বাজছে, মাদল…

ঠেলা জমা দিয়ে এখন আমি রাজমিস্ত্রির জোগাল দিই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *