কবিতা _জীবনদর্শন কলমে _ পিয়ালী পাল সরকার
কবিতা _জীবনদর্শন
কলমে _ পিয়ালী পাল সরকার
জীবনের শেষ প্রান্ত বুঝতে পারো ?
কানায় কানায় পূর্ণ জীবনে যখন নৌকাডুবির খবর
বেতার তরঙ্গের সমাচার হয়ে ওঠে,
ঈশ্বরীয় মহাকাশযানে তূণের টানে তখন
স্বত্ত্ব গুণের ধ্বংসনাশিনী তুরীয় তির
জ্যা টানে বিপুল বিদ্যুৎ চমকে,
স্বল্প পরিসরের রঙ্গমঞ্চে
ইথার তরঙ্গে
নৈঋত বাসরে
রণক্লান্ত শরশয্যা বানায়
ঝরে যাওয়া শেষ প্রহরের
বিপুল বৈভবা রজনীগন্ধা
নিশ্চিন্ত থেকো সেটাই তোমার দার্শনিক উত্তরণের অন্তিম প্রহর !
আর এ হল সেই মাহেন্দ্র অযান্ত্রিক প্রহর – যে প্রহরে ‘ভালোবাসি’ উচ্চারণে
নির্নিমেষ চেয়ে থাকা যায় প্রিয়জনের
চোখের নক্ষত্রের দিকে –
এই সেই প্রহর যখন শুধু ‘তোমাদের জন্য বাঁচি’ উচ্চারণে
হৃদযন্ত্রের বিকল হবার সমস্ত আশু সম্ভাবনা নষ্ট হয় –
এ তো সেই প্রহর যখন তুমি হিমাদ্রি থেকে কন্যাকুমারী ….
ঘোষণা করতে পারো কাকে তুমি বহন করো
প্রতিটি বিশ্বাসী নিঃশ্বাসে আর দুর্জয় বেঁচে থাকার অনুপ্রেরণায়
এসেছে তোমার জীবনের দর্শন পর্ব ?
মিলিয়ে নিও …
চমৎকার এক দার্শনিক লেখা, খুব ভালো লাগলো