শিরোনাম—হঠাৎ যদি *** কলমে – বিথীকা ভট্টাচার্য

শিরোনাম—হঠাৎ যদি
কলমে – বিথীকা ভট্টাচার্য
————————————
হঠাৎ যদি বৃষ্টি আসে ঝেঁপে, আমি তখন হব তোমার ছাতা,
মুঠোয় ভরে শক্ত করে ধরে, আঁচল দিয়ে মুছিয়ে দেব মাথা।
ঝাঁকরা ঘন কোঁকড়া ভেজা চুলে, বুলিয়ে দেব আদর ছোঁয়া হাত।
বৃষ্টি জলে বানভাসি হয় যদি, আমি তখন হব নদীর বাঁধ।
অঝোর ঝরা খুশীর সোহাগ মেখে, তোমার মনে মাতন লাগে যদি,
তুফান তোলা বৃষ্টি ধারার স্রোতে, আমি হব কূল ছাপানো নদী।
নদীর জলে নৌকো হতেও পারি, ঢেউয়ের তালে দোলায় দুলে দুলে ,
বৈঠা বেয়ে বাইবে তুমি নাও, বক্ষ জুড়ে খুশীতে পাল তুলে।
গাছের পাতায় টাপুর টুপুর বৃষ্টি, ছন্দে সুরে গাইবে যখন গান ,
শরীর জুড়ে বরষা মেয়ের নাচ, দেখবে চেয়ে পাগল পারা প্রাণ।
তোমার সাথে আমিও ভিজতে পারি, অঝোর ঝরা অথৈ জলে বর্ষায় ,
কাঁপবে শরীর,তবুও তুমি বলবে? আয়না বৃষ্টি আয়রে ঝেঁপে আয়।
ঝুমকো লতার আঁকশি হয়ে তুমি, জড়িয়ে ধরে আমায় বেয়ে উঠবে,
গন্ধে তারি মাতাল করা মন, খুশীর নেশায় আবেগে সে দুলবে।
হঠাৎ যদি বৃষ্টি থেমে যায়, রামধনু তার রঙ ছড়িয়ে হাসে,
সাত রঙেতে ছড়িয়ে দিয়ে আলো, সাদা কালো মেঘেরি ক্যানভাসে।
মেঘের ফাঁকে চিলতে রোদের খুশী , মুখ বাড়িয়ে তোমায় যদি ডাকে,
জুঁই কদমের মিষ্টি সুবাস মেখে, মন জড়িয়ে তোমায় ঘিরে থাকে।
তবুও কি তুমি আকাশে চোখ মেলবে, বাদল মেঘে কাজল মেয়ের খোঁজে?
তখনো কি তুমি বৃষ্টি ভালোবেসে, ডাক পাঠাবে, আয়রে নেমে কাছে?
*******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *