চেতনা — সমুদ্র নীল
চেতনা
————-
সমুদ্র নীল
বর্বরতা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর,
চেনা রাস্তাও এখন অচেনা লাগে বড়।
ভিজে ভাব, লালচে বর্ণ।
রক্ত! চাপ চাপ রক্ত!
আজান আর শঙ্খ-ঘণ্টা ধ্বনি ছাপিয়ে,
কানে ভেসে আসে শুধুই আর্তনাদ!
শিশু, বৃদ্ধ, মহিলা কিংবা জোয়ান, সবল, অবলা কেউই নেই বাদ।
সারি সারি লাশ বেওয়ারিশ হয়ে পড়ে আছে রাস্তায়,
শনাক্তকারীর ও স্থান হয়েছে মর্গে।
জিহাদ হোক বা বদলা, “লড়কে লেঙ্গে” মনোভাব,
আদৌ কি এইভাবে পৌঁছনো যায় জন্নত কিংবা স্বর্গে?
রাজা তুমি হাসছো কেবল,মনে মনে “কেমন দিলাম ভাব” !
ভাবছ কালি-কলম সবই তোমার, এখন প্রতিবাদীর ও অভাব।
পারলে খোঁজো ঠুলি খুলে, তোমার বিনাশ কোন গোকুলে,
ওই রক্তে রাঙা পথ দিয়েই, একদিন যাবে তুমি অস্তাচলে।