অন্ধকারে সব রক্তের স্বাদ একই… **** দুলাল কাটারী
অন্ধকারে সব রক্তের স্বাদ একই…
দুলাল কাটারী
জানো তো,
অন্ধকারে সব রক্তের স্বাদ একই!
যে-দিন পচা নর্দমার গন্ধ মেখে সারা গায়ে
নিজ অধিকার ছিনিয়ে নিতে
হিংস্র পশুর মতো ছুটে আসবে ওদের মিছিল
সে-দিন প্রাণ পণ রেখেও নিজেকে বাঁচাতে পারবে কি!
পোড়া ধর্মের রুটি ছুঁড়ে দিয়ে ক্ষুধার্ত মুখে
রাজনেতা সেজে দিন কাটাও মহাসুখে।
এই ভাবনা শেষ করো!শেষ করো এখনই!
যারা এখনো তোমার চেয়ার ধরে টানেনি
যারা এখনো তোমায় জুতোর-বারি মারেনি
ওদের জন্য আলোর ব্যবস্থা করো…
ধীরে ধীরে গুটিয়ে ফেলো দুর্নীতির পাততাড়ি…
এখনোও তো তোমার বাড়া-ভাতে ছাই পড়েনি!
এখনো তো তোমার কাছার কাপড়ে টান পড়েনি!
তখন সর্বহারা,ধর্মহারা,বুভুক্ষু,জ্ঞানান্ধ জাতি
ঈশ্বর বা আল্লাহ্ -র মহিমার কথা বিচার করবে কি!
খুঁজে খুঁজে বের করো কোথায় কোথায় আলো পৌঁছোয়নি
তালিকাভুক্ত করে ফেলো কাকে কাকে আলোর ভাগ দাও নি
কার কার উঠোনে স্বাধীনতার সুখ পৌঁছোতে দাও নি
আজ’ই সমান ভাগে ভাগ করে দাও সব…
জানো’ই তো,ওদের কাছে
অন্ধকারে সব রক্তের স্বাদ একই!