আমি জংলি ফুল *** শাহবাজ
আমি জংলি ফুল
শাহবাজ
আমি জংলি ফুল ফুটে থাকি শহর থেকে অনেক দুরে, গাঁয়ের ওপারে খালেবিলে পথের ধারে,
মাঠঘাট হয়ে পার বসতি আমার গহীন জঙ্গল।
নেই সেথায় ঝলমলে ঝাড়বাতির আলো
তারাদের সাথে দিবানিশি খেলাখেলি
চাঁদের জোছনায় চাঁদনির পরশে আমি ফুটে উঠি।
নেই সেথা ডিজিটাল বেতার যন্ত্র শিল্পী
আমি দোয়েল কোকিলের সুরে নাচি,
নেই আধুনিক সভ্যতার মানুষের আনাগোনা
আছে রাখাল ছেলে আছে আদিবাসী কন্যা।
আমি রাখালের পা ছুঁয়ে স্নিগ্ধতা ছড়ায় বাতাসে
আদিবাসী কন্যার মালা হয়ে সুন্দরতা যায় বিলিয়ে
আমি চাইনে সাজতে আভিজাত্যের রাঙা মড়কে
আমি চাইনে বদ্ধ অট্টলিকার ডালি দামি ফুলদানিতে রইতে।
পাইনি আমি প্রিয়ার স্নেহের পরশ
পাইনি ছুতে কোনো দিন মা দেবীর চরণ
নাইবা পেলাম জায়গা মায়ের মন্দিরে
নাইবা পেলাম স্থান প্রিয়তমার খোপায়
প্রেমিকের হস্তে অন্তর গভীরে,
তবুও আমি ফুটি ভোরের আকাশে একবুক
শিশুর হাসি নিয়ে,
সাঁঝেরকালে একরাশ সুগন্ধি বাতাসে প্রাণ ভরে যায় বিলিয়ে।
আমি জুই বেলি পদ্ম চামেলি হতে চাইনি
আমি গোলাপের রাজ্যের সম্রাজ্ঞী হতে চাইনি,
আমি মাটির বুকে ফুটে ওঠা ফুল
মাটিতেই আমার বসত বাড়ি
আমি যেন মাটির কোলেই ঝরে পড়ি
মাটিতে হয় যেন আমার সমাধি কূল
আমি মাটির কলি আমি মাটির মেয়ে
আমি মাটির দুলাল আমি জংলি ফুল।।
শাহবাজ